ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বছরে সরকারকে বেকায়দায় ফেলতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • 77

বিজনেস আওয়ার প্রতিবেদক: সাংঘর্ষিক রাজনীতি এবং বিদেশিদের সঙ্গে সখ্য গড়ে নতুন বছরে সরকারকে বেকায়দায় ফেলতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। নির্বাচনী বছর হিসেবে রাজনীতির ক্ষেত্রে এটি একটি চ্যালেঞ্জ।

সোমবার (২ জানুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনেমা হল মালিক সমিতি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আগের মতোই বিএনপি এ বছরও দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করবে। তাদের মোকাবিলা করার প্রস্তুতি ও পরিকল্পনা দুটোই আওয়ামী লীগের আছে।

নতুন বছরে কী চ্যালেঞ্জ দেখছেন সাংবাদিকদের- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে রাজনীতির ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ, সেটি হচ্ছে বিরোধীদল বিএনপির সাংঘর্ষিক রাজনীতি এবং তার মিত্রদের দেশবিরোধী অপতৎপরতা। দেশবিরোধী অপতৎপরতা করতে গিয়ে বিদেশিদের পদলেহন এবং বিদেশিদের কাছে ধরনা দেয়া হচ্ছে। এগুলো করে তারা সরকারকে বেকাদায় ফেলতে চায়। কিন্তু সরকারকে বেকাদায় ফেলতে গিয়ে এখন বিএনপি নিজেই বেকাদায় পড়ে গেছে। কারণ গত ১০ ডিসেম্বর তারা ভেবেছিল নয়াপল্টনের সামনে একটি সমাবেশ করতে পারবে, বিশৃঙ্খলা তৈরি করতে পারবে। সেটি তারা করতে পারেনি। ১০ ডিসেম্বরের পর বিএনপি বুঝতে পেরেছে তাদের শক্তি এবং সামর্থ্য কতটুকু। এরপরও বিএনপি এ বছরও চেষ্টা করবে দেশকে অস্থিতিশীল করার জন্য।’

হাছান মাহমুদ বলেন, তবে আমরা তাদের সর্বোচ্চ অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা দেখেছি ২০১৩, ১৪, ১৫ সালে। সেগুলো মোকাবিলা করা হয়েছে। সুতরাং তারা কী করতে চায় বা কী করতে পারে, সেটি নিয়ে আমাদের ধারণা আছে। আর তা মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা দুটিই আছে। সেটি আমাদের জন্য কঠিন কোনো কাজ নয়।

বছরে অন্তত ১০টি হিন্দি চলচ্চিত্র আমদানি করে প্রদর্শন করতে চাচ্ছে হল মালিকদের সমিতি এ বিষয়ে তথ্যমন্ত্রী জানান, যদি চলচ্চিত্র প্রদর্শক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং প্রযোজক সমিতি-তারা যদি লিখিতভাবে আবেদন জানায় সবাই একসঙ্গে, যদি লিখিতভাবে দেয় আমাকে তাহলে বিষয়টি নিয়ে উদ্যোগ নেয়া হবে। কিন্তু সবাইকে লিখিতভাবে দিতে হবে বলে জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এই চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আর এটির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরইমধ্যে সরকার চলচ্চিত্র উন্নয়নে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তার অন্যতম একটি পদক্ষেপ এক হাজার কোটি টাকায় স্বল্প সুদে ঋণ তহবিল। সেটির জন্য পঞ্চাশের অধিক দরখাস্ত পড়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, সেগুলো তাড়াতাড়ি দেয়া হবে। আরও অনেকে দরখাস্ত করতে চাচ্ছেন। দরখাস্ত বেশি হলে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবো। তখন ঋণের জন্য বলা যাবে।

বিজনেস আওয়ার/০২ জানুয়ারি, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নতুন বছরে সরকারকে বেকায়দায় ফেলতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: সাংঘর্ষিক রাজনীতি এবং বিদেশিদের সঙ্গে সখ্য গড়ে নতুন বছরে সরকারকে বেকায়দায় ফেলতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। নির্বাচনী বছর হিসেবে রাজনীতির ক্ষেত্রে এটি একটি চ্যালেঞ্জ।

সোমবার (২ জানুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনেমা হল মালিক সমিতি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আগের মতোই বিএনপি এ বছরও দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করবে। তাদের মোকাবিলা করার প্রস্তুতি ও পরিকল্পনা দুটোই আওয়ামী লীগের আছে।

নতুন বছরে কী চ্যালেঞ্জ দেখছেন সাংবাদিকদের- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে রাজনীতির ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ, সেটি হচ্ছে বিরোধীদল বিএনপির সাংঘর্ষিক রাজনীতি এবং তার মিত্রদের দেশবিরোধী অপতৎপরতা। দেশবিরোধী অপতৎপরতা করতে গিয়ে বিদেশিদের পদলেহন এবং বিদেশিদের কাছে ধরনা দেয়া হচ্ছে। এগুলো করে তারা সরকারকে বেকাদায় ফেলতে চায়। কিন্তু সরকারকে বেকাদায় ফেলতে গিয়ে এখন বিএনপি নিজেই বেকাদায় পড়ে গেছে। কারণ গত ১০ ডিসেম্বর তারা ভেবেছিল নয়াপল্টনের সামনে একটি সমাবেশ করতে পারবে, বিশৃঙ্খলা তৈরি করতে পারবে। সেটি তারা করতে পারেনি। ১০ ডিসেম্বরের পর বিএনপি বুঝতে পেরেছে তাদের শক্তি এবং সামর্থ্য কতটুকু। এরপরও বিএনপি এ বছরও চেষ্টা করবে দেশকে অস্থিতিশীল করার জন্য।’

হাছান মাহমুদ বলেন, তবে আমরা তাদের সর্বোচ্চ অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা দেখেছি ২০১৩, ১৪, ১৫ সালে। সেগুলো মোকাবিলা করা হয়েছে। সুতরাং তারা কী করতে চায় বা কী করতে পারে, সেটি নিয়ে আমাদের ধারণা আছে। আর তা মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা দুটিই আছে। সেটি আমাদের জন্য কঠিন কোনো কাজ নয়।

বছরে অন্তত ১০টি হিন্দি চলচ্চিত্র আমদানি করে প্রদর্শন করতে চাচ্ছে হল মালিকদের সমিতি এ বিষয়ে তথ্যমন্ত্রী জানান, যদি চলচ্চিত্র প্রদর্শক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং প্রযোজক সমিতি-তারা যদি লিখিতভাবে আবেদন জানায় সবাই একসঙ্গে, যদি লিখিতভাবে দেয় আমাকে তাহলে বিষয়টি নিয়ে উদ্যোগ নেয়া হবে। কিন্তু সবাইকে লিখিতভাবে দিতে হবে বলে জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এই চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আর এটির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরইমধ্যে সরকার চলচ্চিত্র উন্নয়নে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তার অন্যতম একটি পদক্ষেপ এক হাজার কোটি টাকায় স্বল্প সুদে ঋণ তহবিল। সেটির জন্য পঞ্চাশের অধিক দরখাস্ত পড়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, সেগুলো তাড়াতাড়ি দেয়া হবে। আরও অনেকে দরখাস্ত করতে চাচ্ছেন। দরখাস্ত বেশি হলে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবো। তখন ঋণের জন্য বলা যাবে।

বিজনেস আওয়ার/০২ জানুয়ারি, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: