আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন অত্যাধুনিক সমারস্ত্র হিমার্স দিয়ে রুশ সেনাদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তারা পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে হিমার্স দিয়ে চালানো রকেট হামলায় ৪০০ রুশ সৈন্যকে হত্যা করেছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রুশ কর্মকর্তারা বলছেন, তাদের ৬৩ জন সৈন্য নিহত হয়েছে। খবর বিবিসির।
রুশ অধিকৃত মাকিইভকা শহরে একটি স্কুল ভবনে– যা রুশ সৈন্যরা একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল– ইউক্রেনীয় কয়েকটি রকেট সেখানে আঘাত হানে।
সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনীয় বাহিনী যুক্তরাষ্ট্রের দেয়া হিমার্স রকেট সিস্টেম ব্যবহার করে ৬টি রকেট নিক্ষেপ করে তবে দুটি রকেট গুলি করে ভূপাতিত করা হয়।
এতে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু ছিল একটি ভবন যাতে রুশ সৈন্যরা থাকতো। রুশ এক কর্মকর্তা বলেন, এটি ছিল সবচেয়ে এক বড় আঘাত।
দোনেৎস্কের এক রুশ সমর্থক কর্মকর্তা দানিল বেজসোনভ বলেছেন, নতুন বছর প্রথম দিনে মধ্যরাতের দু’মিনিট পরই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
টেলিগ্রাম মেসেজিং এ্যাপে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, হামলায় হতাহতের সংখ্যা এখনো গণনা করা হচ্ছে।
বিজনেস আওয়ার/০৩ জানুয়ারি, ২০২৩/কমা