ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২২২ কোম্পানির নিট মুনাফা ১৬০১১ কোটি টাকা, পে আউট রেশিও ৫৫%

একসময় শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরনে উদ্যোক্তা/পরিচালকদের অনেক অনীহা ছিল। তারা শুধুমাত্র কিছু কাগজের বোনাস শেয়ার দিতে চাইতো। এর মাধ্যমে মুনাফার অধিকাংশ কোম্পানির সংরক্ষিত আয়ে (রিটেইন আর্নিংস) রেখে দিতে চাইতো। তবে এখন সেই পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। বর্তমানে কোম্পানিগুলোর উদ্যোক্তা/পরিচালকেরা মুনাফার ৫০ শতাংশের বেশি পর্যন্ত শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করে দিচ্ছেন।

এটা অবশ্য এমনি এমনিতেই হয়নি। এজন্য আইন পর্যন্ত করতে হয়েছে। যা করতে কাজ করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শুরুতে ড. খায়রুল হোসেনের নেতৃত্বাধীন বিগত কমিশন বোনাস শেয়ার দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেন। তারা ব্যবসা সম্প্রসারন ছাড়া বোনাস শেয়ারে নিরুৎসাহিত করেন ওই কমিশন। এরপরে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ (কমপক্ষে অর্ধেক নগদ) লভ্যাংশ দেওয়ার আইনে প্রণয়নে প্রত্যক্ষভাবে কাজ করে যান খায়রুল হোসেনের কমিশন। এরপরে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পরে আরও শক্ত অবস্থান নিতে শুরু করেছে।

দেখা গেছে, গত ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২২) আর্থিক হিসাব প্রকাশ করা শেয়ারবাজারে তালিকাভুক্ত ২২২ কোম্পানির নিট মুনাফা হয়েছে ১৬ হাজার ১০ কোটি ৭২ লাখ টাকা। এরমধ্য থেকে ৮ হাজার ৫৪৫ কোটি ৭৬ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। বাকি ৭ হাজার ৪৬৪ কোটি ৯৬ লাখ টাকা কোম্পানিতে রেখে দেওয়া হবে। এ হিসেবে মুনাফার ৫৩ শতাংশ নগদ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে।

এছাড়া ওই ২২২ কোম্পানির মধ্যে ৩৯ কোম্পানি থেকে ২২ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৩২৪টি বা ২২৫ কোটি ৪৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকার বোনাস শেয়ার দেওয়া হবে। এ হিসেবে নগদ ও বোনাস মিলে মোট ৮ হাজার ৭৭১ কোটি ২৪ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও (লভ্যাংশ প্রদান অনুপাত) হবে ৫৫ শতাংশ।

এ বিষয়ে শেয়ারবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক মোহাম্মদ মুসা বিজনেস আওয়ারকে বলেন, লভ্যাংশতো শেয়ারবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা দিয়ে অনেক কিছুরই ইঙ্গিত করে। সে বিবেচনায় ৫৫% পে আউট রেশিও খারাপ না। তবে ব্যবসা বাড়াতে রিটেইন আর্নিংসেরও দরকার আছে।

একই বিষয়ে ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, একটি কোম্পানির ব্যবসা সম্প্রসারনের জন্য রিটেইন আর্নিংসের দরকার আছে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরা অসৎ উদ্দেশ্যে লভ্যাংশ না দিয়ে এই রিটেইন আর্নিংস বাড়াতে চায়। যেখানে বহূজাতিক কোম্পানিগুলোর ডিভিডেন্ড পে আউট রেশিও বেশি সত্ত্বেও নিয়মিত ব্যবসা বাড়ছে। এসব কারনে দেশীয় কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা অনেক কম। এ বিবেচনায় মুনাফার ৫৫% লভ্যাংশ ঘোষণাকে ভালো বলা যায়। 

কোম্পানিগুলোর মধ্যে মুনাফায় সবচেয়ে এগিয়ে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরে ১ হাজার ৮১৮ কোটি ১১ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। এরপরের অবস্থানে থাকা গ্রামীণফোনের ৬ মাসে ১ হাজার ৭৩১ কোটি ৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে।

কোম্পানির নামমুনাফার পরিমাণ (কোটি টাকা)
স্কয়ার ফার্মাসিউটিক্যালস১৮১৮.১১
গ্রামীনফোন১৭৩১.০৮ (৬ মাস)
বিএটিবিসি১৩২৪.০৮ (৯ মাস)
বেক্সিমকো১২৫৪.৭৯
ওয়ালটন হাই-টেক১২১৬.৫৬

মুনাফার দ্বিতীয় হলেও লভ্যাংশ প্রদানে সবার উপরে গ্রামীনফোন। এ কোম্পানিটির পর্ষদ ৬ মাসের ব্যবসায় অন্তর্বর্তীকালীন হিসেবে ১২৫% হারে ১ হাজার ৬৮৭ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করে। এছাড়া ৫০০ কোটি টাকার উপরে শেয়ারহোল্ডারদের জন্য আরও ৩ কোম্পানির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করে।

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়)
গ্রামীনফোন১২৫% নগদ১৬৮৭.৮৮
ইউনাইটেড পাওয়ার১৭০% নগদ৯৮৫.৪৮
স্কয়ার ফার্মা৬০% নগদ৮৮৬.৪৫
বিএটিবিসি১২৫% নগদ৫৪০

ওই ২২২ কোম্পানির মধ্যে ১১ কোম্পানির পর্ষদ ১৬৫ কোটি ২১ লাখ টাকার লোকসান সত্ত্বেও ৩৮ কোটি ৯৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ তালিকায় রয়েছে- শাশা ডেনিমস, ন্যাশনাল টি, ক্রাউন সিমেন্ট, ইভিন্স টেক্সটাইল, খান ব্রাদার্স, হাক্কানি পাল্প, গ্লোবাল হেভী কেমিক্যাল, গোল্ডেন হার্ভেস্ট, জিকিউ বলপেন ও লিবরা ইনফিউশন।

অন্যদিকে ৩০ লাখ টাকার মুনাফা সত্ত্বেও শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি কে অ্যান্ড কিউ কোম্পানির পর্ষদ। এজন্য কোম্পানিটিকে ১০ শতাংশ হারে ৩ লাখ টাকার অতিরিক্ত রাজস্ব প্রদানের শাস্তি পেতে হবে।

এদিকে ২২২ কোম্পানির অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা বহূজাতিক গ্রামীনফোন, লাফার্জহোলসিম, বৃটিশ আমেরিকান টোব্যাকো, ম্যারিকো বাংলাদেশ ও বাটা সু রয়েছে। এই কোম্পানিগুলোর পর্ষদ ৩ হাজার ৪০২ কোটি ৭৬ লাখ টাকা মুনাফার বিপরীতে ২ হাজার ৭৪১ কোটি ২০ লাখ টাকার বা ৮১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

নিম্নে ২২২ কোম্পানির মুনাফা ও লভ্যাংশের বিস্তারিত তুলে ধরা হল-

*শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য
** অন্তবর্তীকালীন লভ্যাংশ
**** সাধারনদের থেকে উদ্যোক্তা/পরিচালকদের কম

কোম্পানির নামলভ্যাংশের হারনগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়)বোনাসের সংখ্যামুনাফার পরিমাণ (কোটি টাকায়)
ইউনাইটেড পাওয়ার১৭০% নগদ৯৮৫.৪৮ ৯৯৭.৬৬
স্কয়ার ফার্মা১০০% নগদ৮৮৬.৪৫ ১৮১৮.১১
বেক্সিমকো৩০% নগদ২৬২.৯০ ১২৫৪.৭৯
সামিট পাওয়ার২০% নগদ২১৩.৫৮ ৪১৩.২৭
মেঘনা পেট্রোলিয়াম১৫০% নগদ১৬২.৩২ ৩১৬.৫৩
বেক্সিমকো ফার্মা৩৫% নগদ১৫৬.১৪ ৪৯৯.৮৬
সোনারবাংলা ইন্স্যুরেন্স১৫% নগদ৬.০১ ৮.২১
ফার্স্ট জনতা ব্যাংক ফান্ড৭% নগদ২০.২৯ ৬.৯৫
এবি ব্যাংক ফার্স্ট ফান্ড৭% নগদ১৬.৭৪ ৭.৪১
এশিয়ান টাইগার সন্ধানি ফান্ড৫% নগদ৩.০৯ ৩.০৯
সিএপিএম বিডিবিএল ওয়ান৮% নগদ৪.০১ ৩.৬৬
সিএপিএম আইবিবিএল৮% নগদ৫.৩৫ ৫.৬২
ডিবিএইচ ফার্স্ট ফান্ড৭% নগদ৮.৪০ ৮.৬৪
ইবিএল ফার্স্ট ফান্ড৬.৫০% নগদ৯.৪১ ২.৭৫
ইবিএল এনআরবি ফান্ড১১% নগদ২৪.৬৭ ২৭.৩৬
এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড৭% নগদ১০.০৩ ১০.১৭
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড৬% নগদ৪৬.৫৭ ৫৩.৫৫
গ্রামীণ ওয়ান : স্কীম ২১৫% নগদ২৭.৩৬ ২৪.৪৪
গ্রীন ডেল্টা ফান্ড৭% নগদ১০.৫০ ১০.৮০
আইসিবি এএমসিএল ৩য়৫% নগদ ৫.৩০
আইসিবি এএমসিএল অগ্রনি৯% নগদ৮.৮৩ ১২.৫৬
আইসিবি এএমসিএল ২য় ফান্ড৬% নগদ ২.৯৫
আইসিবি এমপ্লয়ীজ৫% নগদ৩.৭৫ ৪.৪৩
আইসিবি এএমসিএল সোনালি৫% নগদ ৫.১০
আইএফআইসি ফার্স্ট ফান্ড৭% নগদ১২.৭৫ ৬.৩৮
আইএফআইএল ইসলামিক ফান্ড৪% নগদ ৩.৯০
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড৫% নগদ 
পিএইচপি ফার্স্ট ফান্ড৭% নগদ১৯.৭৩ ১৫.৫০
পপুলার লাইফ ফার্স্ট ফান্ড৭% নগদ২০.৯৪ ১০.১৭
প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি৫% নগদ 
রিল্যায়েন্স ১১০% নগদ৬.০৫ ৬.১১
এসইএমএল গ্রোথ ফান্ড১৫% নগদ১০.৯৪ ৬.৭৮
এসইএমএল শরীয়াহ ফান্ড৬% নগদ ৫.২০
এসইএমএল লেকচার ইক্যুইটি৫% নগদ২.৫০ ২.৩০
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ড৭% নগদ২১.২৫ ২৩.৯৮
এডিএন টেলিকম১০% নগদ৬.৪৭ ১৬.৭৪
ইস্টার্ন হাউজিং২০% নগদ১৮.৬৭ ৫৪.৮৯
মেঘনা ইন্স্যুরেন্স৩% নগদ১.২০ ৩.৭৬
এপেক্স ট্যানারি১০% নগদ১.৫২ ১.২৫
ইবনে সিনা৬০% নগদ১৮.৭৫ ৬০.৫৮
সন্ধানি লাইফ১২% নগদ১৩.১৬ ১৫.৬৯
কেডিএস এক্সেসরিজ১৬% নগদ১১.৩৯ ১৬.৫৯
এপেক্স স্পিনিং২০% নগদ১.৬৮ ২.৯০
এপেক্স ফুডস২০% নগদ১.১৪ ২.৯৩
এপেক্স ট্যানারি১০% নগদ১.৫২ ১.২৫
ইনডেক্স এগ্রো১০% নগদ৪.৭৩ ২৪.০৬
মতিন স্পিনিং৫০% নগদ৪৮.৭৫ ১০৫.১৯
স্কয়ার টেক্সটাইল৩৫% নগদ৬৯.০৪ ১৯৫.৮৭
তমিজ উদ্দিন টেক্সটাইল৩০% নগদ৯.০২ ১৯.৮৭
পেনিনসুলা২.৫০% নগদ২.৯৭ ২.২৫
ফারইস্ট নিটিং১০% নগদ২১.৮৭ ২২.৭৫
ডেসকো১০% নগদ৩৯.৭৬ ৬৩.২১
তিতাস গ্যাস১০% নগদ৯৮.৯২ ৩১৭.৫৪
সাবমেরিন কেবল৪৬% নগদ৭৫.৮৬ ২২৯.৩৮
রহিম টেক্সটাইল১০% নগদ০.৯৫ ১.৪৯
লাভেলো১২% নগদ১০.২০ ১২.১৬
মালেক স্পিনিং১০% নগদ১৯.৩৬ ৭২.০২
বিকন ফার্মা১৬% নগদ৩৬.৯৬ ৯৩.৫৬
অগ্নি সিস্টেমস৪.৫০% নগদ৩.২৭ ৭.৩৩
জেএমআই হসপিটাল১২.৫০% নগদ১৫.৬৬ ১১.২২
আইটি কনসালটেন্টস৬% নগদ৭.৭২ ২৪.০৫
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস৩.৫% নগদ৫.৭০ ২৬.৮৮
নাহি অ্যালুমিনিয়াম১০% নগদ৬.৮৪ ১৯.৬৯
রানার অটোমোবাইলস১০% নগদ১১.৩৫ ২৭.২৫
ন্যাশনাল পলিমার১০.৫% নগদ৭.৬৬ ২১.৩১
এসিআই ফরমূলেশনস২৫% নগদ১১.৮১ ২৪.২৯
আরগন ডেনিমস১০% নগদ১৩.৮৯ ৭.২২
সোনালি পেপার৪০% নগদ১৩.১৮ ১৯.৮৭
বারাকা পতেঙ্গা১০% নগদ১৭.৩০ ২১.৬২
মীর আক্তার১২.৫০% নগদ১৫.১০ ৩৫.৩৯
সায়হাম টেক্স১২% নগদ১০.৮৭ ১২.৪১
একমি ল্যাব৩০% নগদ৬৩.৪৮ ২১১.১৮
আরগন ডেনিমস১০% নগদ১৩.৮৯ ৭.২২
সাইফ পাওয়ারটেক১০% নগদ৩৭.৯৩ ৫০.০৭
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ৮% নগদ৬.৩৭ ৭.৭২
এম.এল ডাইং১০% নগদ২৩.২৪ ৯.৯৯
হা-ওয়েল টেক্সটাইল২৫% নগদ১৪ ২৫.৪২
ফাইন ফুডস১.৫% নগদ০.২১ ০.০৩
বারাকা পাওয়ার১০% নগদ২৩.৫৫ ৫০.১৫
ম্যাকসন্স স্পিনিং১০% নগদ২৩.৮২ ৫০.২৭
জিবিবি পাওয়ার৩% নগদ৩.০৫ ১০.২৮
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ৪৫% নগদ৮৯.৯৭ ১২০.৫১
সোনারগাঁও টেক্সটাইল১% নগদ০.২৬ ০.৮৮
এস.আলম কোল্ড রোল্ড৫% নগদ৪.৯২ ৬.৫৯
বিএসআরএম স্টিল৩০% নগদ১১২.৭৯ ৩৭২.৮৩
মোজাফ্ফর হোসাইন৬% নগদ৬.০৬ ১৯.৩৯
প্যারামাউন্ট টেক্সটাইল১০% নগদ১৬.২৮ ৭৬.০৪
বিডিকম১০% নগদ৫.৭১ ৭.৯৯
এনার্জিপ্যাক পাওয়ার১০% নগদ১৯.০১ ৭.২৩
ইনফরমেশন সার্ভিসেস৩% নগদ০.৩৩ ০.৬৪
বিএসআরএম লিমিটেড৩৫% নগদ১০৪.৫০ ৩০৮.৭৪
জিবিবি পাওয়ার৩% নগদ৩.০৫ ১০.২৮
রংপুর ফাউন্ড্রি লি:২৩% নগদ২.৩০ ৩.৮১
শাইনপুকুর সিরামিকস৩% নগদ৪.৪১ ৫.৭৩
এএমসিএল প্রাণ৩২% নগদ২.৫৬ ৪.৫০
আল-হাজ্ব টেক্সটাইল৩% নগদ০.৬৭ ২.০৩
বসুন্ধরা পেপার১০% নগদ১৭.৩৮ ৫০.৭৫
সায়হাম কটন১১% নগদ১৬.৩৭ ১৮.৮৯
ড্যাফোডিল কম্পিউটারস৫% নগদ২.৫০ ৩.৩৪
আরডি ফুড৫% নগদ৩.৮০ ৮.৯৬
লুব-রেফ বাংলাদেশ১০% নগদ১৪.৫২ ৩০.৯৪
ইউনিক হোটেল১৫% নগদ৪৪.১৬ ৯৪.২১
প্রাইম টেক্সটাইল২% নগদ০.৭৬ ১.৬৪
বাংলাদেশ শিপিং কর্পোরেশন২০% নগদ৩০.৫১ ২২৫.৭৫
ঢাকা ডাইং০.২৫% নগদ০.২২ ১.২২
বঙ্গজ৩% নগদ০.২৩ ০.২০
সালভো কেমিক্যাল১০% নগদ৬.৫০ ১২.৮৭
ইন্দোবাংলা ফার্মা১% নগদ১.১৬ ২.৫৬
সামিট অ্যালায়েন্স১৫% নগদ৩৫.৫৩ ২৮.১৯
পদ্মা অয়েল১২৫% নগদ১২২.৭৯ ২৪০.৩৮
ইস্টার্ন কেবলস২% নগদ০.৫৩ ০.৯০
ফার্মা এইউ৫০% নগদ০.১৬ ০.৩৫
ড্রাগণ সোয়েটার২% নগদ৪.২২ ২৩.১৯
যমুনা অয়েল১২০% নগদ১৩২.৫১ ১৮৬.২৯
ভ্যানগার্ড এএমএল বিডি৫% নগদ৫.২২ ৫.৩২
ওরিয়ন ফার্মা১০% নগদ২৩.৪০ ৮৪.৭১
এলআর গ্লোবাল এমএফ ১৬% নগদ১৮.৬৬ ১৯.৬০
আরামিট৫০% নগদ ৪.৯৫
একমি পেস্টিসাইডস৫% নগদ৬.৭৫ ১৮.৮৮
নাভানা ফার্মা১১% নগদ১১.৮২ ২৭.৪০
নিয়ালকো৫% নগদ১.৪৩ ১.৪৫
ইউসুফ ফ্লাওয়ার১০% নগদ০.০৬ ০.৩৪
হিমাদ্রি১০% নগদ০.০৮ ০.২৮
স্টার অ্যাডহেসিভ১২.৫০% নগদ২.৫০ ২.৭০
জেনারেশন নেক্সট১%৪.৯৫ ০.৪৭
**গ্রামীণফোন১২৫% নগদ১৬৮৭.৮৮ ১৭৩১.০৮
**বিএটিবিসি১০০% নগদ৫৪০ ১৩২৪.০৮
**লাফার্জহোলসিম৩৩% নগদ৩৮৩.২৫ ২১৭.১৮
**ম্যারিকো বাংলাদেশ৩০০% নগদ৯৪.৫০ ১০২.৯১
**বাটা সু২৬০% নগদ৩৫.৫৭ ২৭.৫১
***ওয়ালটন হাই-টেক২৫০% নগদ (উ/প ১৫০%)৪৫৭.৩২ ১২১৬.৫৬
***খুলনা পাওয়ার১০% নগদ (উ/প ৮%)৩৩.০৮ ১.১৯
***ওয়াটা কেমিক্যাল২০% নগদ (উ/প ১০%) ৪.০৫
শাশা ডেনিমস১০% নগদ১৪.১০ (৮১.১০)
ন্যাশনাল টি৭.৫% নগদ০.৫০ (২২.৭৫)
ক্রাউন সিমেন্ট১০% নগদ১৪.৮৫ (২২.৮৭)
ইভিন্স টেক্সটাইল২% নগদ৩.৬৬ (২.২০)
খান ব্রাদার্স২% নগদ১.৯৬ (১.৭৭)
*হাক্কানি পাল্প১% নগদ০.১০ (২.৪৭)
*গ্লোবাল হেভী কেমিক্যাল২% নগদ০.৪৫ (১১.৩০)
*গোল্ডেন হার্ভেস্ট২% নগদ৩.০০ (১০.১৪)
*স্টাইলক্রাফট২% নগদ০.১৭ (৭.১০)
*জিকিউ বলপেন২.৫% নগদ০.১৩ (২.৩৪)
*লিবরা ইনফিউশন (১৯-২০)৫% নগদ০.০৫ (১.১৭)
*আমান ফিড১০% নগদ৪.৮১ 
*দেশবন্ধু পলিমার৫% নগদ২.০৪ ২.৮৮
*সী পার্ল১৫% নগদ৯.৬৩ ১৬.১৮
*ইজেনারেশন১০% নগদ৪.৬৭ ১০.৭৩
*ইন্ট্রাকো রিফুয়েলিং১০% নগদ৬.৮১ ১০.১২
*মুন্নু ফেব্রিক্স***১% নগদ০.৬৮ ১.৩৮
*এডভেন্ট ফার্মা২% নগদ১.৩০ ১.০৫
*এসকে ট্রিমস৪% নগদ২.৩৩ ৭.৬২
*প্যাসিফিক ডেনিমস১% নগদ১.২৮ ৩.৪৮
*সিলভা ফার্মা৩% নগদ (১.৫% আইসিবি)২.৪২ ১০.২৩
*হামিদ ফেব্রিকস৫% নগদ২.২১ ৬.১০
*শেফার্ড ইন্ডাস্ট্রিজ১০% নগদ৭.৪৭ ১৮.১৮
*মুন্নু সিরামিকস১০% নগদ১.৯৫ ৩.৮৯
*কপারটেক ইন্ডাস্ট্রিজ৪% নগদ১.৭৬ ১১.২১
*একটিভ ফাইন কেমিক্যাল০.২৫% নগদ০.৫৩ ২.৬৪
*এএফসি অ্যাগ্রো০.৫০% নগদ০.৪০ ২.৫৩
*আমান কটন১০% নগদ৫.০৮ ৭.৬৬
*মুন্নু অ্যাগ্রো১৫% নগদ০.২৬ ০.৪৩
*বিডি অটোকারস৪% নগদ০.১২ ০.২১
*ন্যাশনাল ফিড মিল১% নগদ০.৬৫ ০.৭৫
*বেঙ্গল উইন্ডসোর৫% নগদ২.১৪ ৪.৭৬
*আলিফ ম্যানুফ্যাকচারিং২% নগদ৩.৬২ ১৫.৩৪
*এস্কয়ার নিট১০% নগদ৭.১৫ ৩১.৮৪
*আলিফ ইন্ডাস্ট্রিজ১২% নগদ৩.৫৪ ৬.৮৬
*রহিমা ফুড৫% নগদ০.৫৫ ০.৫৮
*ডমিনেজ স্টিল২% নগদ১.৪৩ ৫.৬৪
*ফু-ওয়াং সিরামিকস২% নগদ১.৯১ ৩.১৩
*বীচ হ্যাচারি১.৫০% নগদ০.৪০ ০.৯১
*বিডি থাই ফুড৩% নগদ১.২৪ ১.৭৯
*পাওয়ার গ্রীড১০% নগদ১৭.৮২ ১২২.৫৯
*এসোসিয়েট অক্সিজেন১০% নগদ৭.৬১ ১৮.৩৩
*সিলকো ফার্মা৫% নগদ৩.১৮ ৮.৪১
*আছিয়া সী ফুডস১০% নগদ২.৫৯ ২.২৪
*বিডি পেইন্টস১০% নগদ৪.২৪ ৭.২০
*ওরিজা অ্যাগ্রো১১% নগদ৩.৭৬ ৭.৯৬
*মাস্টার ফিড১০% নগদ৪.১০ ৭.১৯
*মোস্তফা মেটাল৭% নগদ২.৩৫ ৫.০৩
*মামুন অ্যাগ্রো১০% নগদ৩.৫০ ৫.৩৩
*জেমিনি সী১০% নগদ ও ৩০% বোনাস০.৩১১৪০৮৮৯৪৫.৮৭
*আফতাব অটো৫% নগদ ও ৫% বোনাস৩.৫২৫০২৫৯৫২০.১০
*নাভানা সিএনজি৫% নগদ ও ৫% বোনাস২.০৭৩৫৯৭৭৫১১.১৫
*ডরিন পাওয়ার১৮% নগদ ও ১২% বোনাস৯.৭২১৯৪০৫৫৯৭১৬৬.৭৩
*জেনেক্স ইনফোসিস১১% নগদ ও ২% বোনাস৮.৫৩২২৭০৯২৮৩৮.১৫
জিএসপি ফাইন্যান্স২.৫% নগদ ও ৭.৫% বোনাস৩.৯৩১১৭৮০১৪৪২২.৬২
এপেক্স ফুটওয়্যার৩৫% নগদ ও ১০% বোনাস৩.৫৪১১৮১২৫০১৩.৮২
কুইন সাউথ টেক্সটাইল৬% নগদ ও ৬% বোনাস৮.৬৪৮৬৩৭৮১৭২৩.৬১
বিডি ল্যাম্পস২০% নগদ ও ৭% বোনাস১.৮৭৬৫৫৯৪৩৮.২৩
রেনাটা১৪০% নগদ ও ৭% বোনাস১৫০.০৭৭৫০৩৫০৯৫১১.১০
আমরা নেটওয়ার্ক৫% নগদ ও ৫% বোনাস২.৯৫২৯৫১৭৪৩১০.৯২
বিবিএস কেবলস৮% নগদ ও ৫% বোনাস১৬.১৩১০০৮১৪১৮৮০.৮৫
সিনোবাংলা১০% নগদ ও ১% বোনাস১৯৯৯৬৬৩.৬২
এসিআই৫০% নগদ ও ৫% বোনাস৩৬.২৯৩৬২৮৮৩৯৩৭.৯৬
শাহজিবাজার পাওয়ার১৬% নগদ ও ৪% বোনাস২৮.৭১৭১৭৮১৪০৭৭.১৭
সাফকো স্পিনিং২% নগদ ও ১% বোনাস০.৬৬২৯৯৮১৭০.৯৯
ইফাদ অটোজ৫% নগদ ও ৫% বোনাস১২.৬৪১২৬৪৭৫২১৪১.৪৮
তসরিফা ইন্ডাস্ট্রিজ৩% নগদ ও ২% বোনাস২.০৪১৩৫৯৭০২১০.৯৫
মেট্রো স্পিনিং৩% নগদ ও ৫% বোনাস১.৮৫৩০৮৪৯১৪৮.৫১
এইচআর টেক্সটাইল৫% নগদ ও ১০% বোনাস১.৩৩২৬৫৬০০৭.৪২
ফরচুন সুজ১০% নগদ ও ৫% বোনাস১৬.২৫৮১২৬৭৭৪৩৭.৩৮
আমরা টেকনোলজিস৬% নগদ ও ৬% বোনাস৩.৬৬৩৬৬২৬৮৫১০.৮৭
জিপিএইচ ইস্পাত৫.৫% নগদ ও ৫.৫% বোনাস২৪.০২২৪০২৪৯০৬১৪৯.৩৯
আনোয়ার গ্যালভানাইজিং২০% নগদ ও ৮০% বোনাস৩.৩৫১৩৪১৬৪৮০১৯.৩৫
মেঘনা সিমেন্ট৫% নগদ ও ৫% বোনাস১.৪৩১৪৩২৫৮৬৫.৫৯
ইস্টার্ন লুব্রিকেন্ট৪০% নগদ ও ১০% বোনাস০.৪৮১১৯২৮০১.১৩
শমরিতা হসপিটাল৫% নগদ ও ৫% বোনাস০.৯৪৯৪৩৭৬২১.৬২
আইসিবি৫% নগদ ও ৫% বোনাস৪০.২৯৪০২৯০৭৭৬১৪৪.২৪
কোহিনুর কেমিক্যাল২০% নগদ ও ২০% বোনাস৫.১১৫১০৬১৭৩৩১.৬৮
ওরিয়ন ইনফিউশনস১০% নগদ ও ১০% বোনাস২.০৪২০৩৫৯৭৬৪.২৮
কনফিডেন্স সিমেন্ট৫% নগদ ও ৫% বোনাস৩.৯১৩৯১১৭৩৭১১.১৯
এমবি ফার্মা১০% নগদ ও ২০% বোনাস০.২৪৪৮০০০০০.৮১
পেপার প্রসেসিং৮% নগদ ও ৭% বোনাস০.৮৪৭৩১৪৭২৪.৮৩
মনোস্পুল পেপার১০% নগদ ও ১০% বোনাস০.৯৪৯৩৮৮৮৩৫.১২
বেঙ্গল বিস্কুট৫% বোনাস ৩৯৬৯০০০.৫৫
ভিএফএস থ্রেড৫% বোনাস ৫২৭৯০০৩১৪.৯৯
দেশ গার্মেন্টস১০% বোনাস ৭৫৩৪৮৬০.০৪
জেএমআই সিরিঞ্জ৩৬% বোনাস ৭৯৫৬০০০১০.০৬
সোনালি আঁশ১০০% বোনাস ২৭১২০০০১.০৬
কে অ্যান্ড কিউ০০০০ ০.৩০
মোট-২২২ কোম্পানি ৮৫৪৫.৭৬ কোটি টাকা২২৫৪৮৪৩২৪টি শেয়ার১৬০১০.৭২ কোটি টাকা

বি: দ্র: নিট মুনাফার তথ্য পাওয়া যায়নি এমন কিছু কোম্পানির তথ্য নিউজে সংযুক্ত করা হয়নি। এরমধ্যে বিশেষ করে নিট মুনাফা প্রকাশ না করা কিছু জীবন বীমা কোম্পানি রয়েছে। এছাড়া দু-একটি নতুন তালিকাভুক্ত হওয়া কোম্পানি রয়েছে।

বিজনেস আওয়ার/০৩ জানুয়ারি, ২০২৩/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

২২২ কোম্পানির নিট মুনাফা ১৬০১১ কোটি টাকা, পে আউট রেশিও ৫৫%

পোস্ট হয়েছে : ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩

একসময় শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরনে উদ্যোক্তা/পরিচালকদের অনেক অনীহা ছিল। তারা শুধুমাত্র কিছু কাগজের বোনাস শেয়ার দিতে চাইতো। এর মাধ্যমে মুনাফার অধিকাংশ কোম্পানির সংরক্ষিত আয়ে (রিটেইন আর্নিংস) রেখে দিতে চাইতো। তবে এখন সেই পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। বর্তমানে কোম্পানিগুলোর উদ্যোক্তা/পরিচালকেরা মুনাফার ৫০ শতাংশের বেশি পর্যন্ত শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করে দিচ্ছেন।

এটা অবশ্য এমনি এমনিতেই হয়নি। এজন্য আইন পর্যন্ত করতে হয়েছে। যা করতে কাজ করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শুরুতে ড. খায়রুল হোসেনের নেতৃত্বাধীন বিগত কমিশন বোনাস শেয়ার দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেন। তারা ব্যবসা সম্প্রসারন ছাড়া বোনাস শেয়ারে নিরুৎসাহিত করেন ওই কমিশন। এরপরে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ (কমপক্ষে অর্ধেক নগদ) লভ্যাংশ দেওয়ার আইনে প্রণয়নে প্রত্যক্ষভাবে কাজ করে যান খায়রুল হোসেনের কমিশন। এরপরে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পরে আরও শক্ত অবস্থান নিতে শুরু করেছে।

দেখা গেছে, গত ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২২) আর্থিক হিসাব প্রকাশ করা শেয়ারবাজারে তালিকাভুক্ত ২২২ কোম্পানির নিট মুনাফা হয়েছে ১৬ হাজার ১০ কোটি ৭২ লাখ টাকা। এরমধ্য থেকে ৮ হাজার ৫৪৫ কোটি ৭৬ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। বাকি ৭ হাজার ৪৬৪ কোটি ৯৬ লাখ টাকা কোম্পানিতে রেখে দেওয়া হবে। এ হিসেবে মুনাফার ৫৩ শতাংশ নগদ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে।

এছাড়া ওই ২২২ কোম্পানির মধ্যে ৩৯ কোম্পানি থেকে ২২ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৩২৪টি বা ২২৫ কোটি ৪৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকার বোনাস শেয়ার দেওয়া হবে। এ হিসেবে নগদ ও বোনাস মিলে মোট ৮ হাজার ৭৭১ কোটি ২৪ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও (লভ্যাংশ প্রদান অনুপাত) হবে ৫৫ শতাংশ।

এ বিষয়ে শেয়ারবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক মোহাম্মদ মুসা বিজনেস আওয়ারকে বলেন, লভ্যাংশতো শেয়ারবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা দিয়ে অনেক কিছুরই ইঙ্গিত করে। সে বিবেচনায় ৫৫% পে আউট রেশিও খারাপ না। তবে ব্যবসা বাড়াতে রিটেইন আর্নিংসেরও দরকার আছে।

একই বিষয়ে ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, একটি কোম্পানির ব্যবসা সম্প্রসারনের জন্য রিটেইন আর্নিংসের দরকার আছে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরা অসৎ উদ্দেশ্যে লভ্যাংশ না দিয়ে এই রিটেইন আর্নিংস বাড়াতে চায়। যেখানে বহূজাতিক কোম্পানিগুলোর ডিভিডেন্ড পে আউট রেশিও বেশি সত্ত্বেও নিয়মিত ব্যবসা বাড়ছে। এসব কারনে দেশীয় কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা অনেক কম। এ বিবেচনায় মুনাফার ৫৫% লভ্যাংশ ঘোষণাকে ভালো বলা যায়। 

কোম্পানিগুলোর মধ্যে মুনাফায় সবচেয়ে এগিয়ে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরে ১ হাজার ৮১৮ কোটি ১১ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। এরপরের অবস্থানে থাকা গ্রামীণফোনের ৬ মাসে ১ হাজার ৭৩১ কোটি ৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে।

কোম্পানির নামমুনাফার পরিমাণ (কোটি টাকা)
স্কয়ার ফার্মাসিউটিক্যালস১৮১৮.১১
গ্রামীনফোন১৭৩১.০৮ (৬ মাস)
বিএটিবিসি১৩২৪.০৮ (৯ মাস)
বেক্সিমকো১২৫৪.৭৯
ওয়ালটন হাই-টেক১২১৬.৫৬

মুনাফার দ্বিতীয় হলেও লভ্যাংশ প্রদানে সবার উপরে গ্রামীনফোন। এ কোম্পানিটির পর্ষদ ৬ মাসের ব্যবসায় অন্তর্বর্তীকালীন হিসেবে ১২৫% হারে ১ হাজার ৬৮৭ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করে। এছাড়া ৫০০ কোটি টাকার উপরে শেয়ারহোল্ডারদের জন্য আরও ৩ কোম্পানির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করে।

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়)
গ্রামীনফোন১২৫% নগদ১৬৮৭.৮৮
ইউনাইটেড পাওয়ার১৭০% নগদ৯৮৫.৪৮
স্কয়ার ফার্মা৬০% নগদ৮৮৬.৪৫
বিএটিবিসি১২৫% নগদ৫৪০

ওই ২২২ কোম্পানির মধ্যে ১১ কোম্পানির পর্ষদ ১৬৫ কোটি ২১ লাখ টাকার লোকসান সত্ত্বেও ৩৮ কোটি ৯৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ তালিকায় রয়েছে- শাশা ডেনিমস, ন্যাশনাল টি, ক্রাউন সিমেন্ট, ইভিন্স টেক্সটাইল, খান ব্রাদার্স, হাক্কানি পাল্প, গ্লোবাল হেভী কেমিক্যাল, গোল্ডেন হার্ভেস্ট, জিকিউ বলপেন ও লিবরা ইনফিউশন।

অন্যদিকে ৩০ লাখ টাকার মুনাফা সত্ত্বেও শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি কে অ্যান্ড কিউ কোম্পানির পর্ষদ। এজন্য কোম্পানিটিকে ১০ শতাংশ হারে ৩ লাখ টাকার অতিরিক্ত রাজস্ব প্রদানের শাস্তি পেতে হবে।

এদিকে ২২২ কোম্পানির অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা বহূজাতিক গ্রামীনফোন, লাফার্জহোলসিম, বৃটিশ আমেরিকান টোব্যাকো, ম্যারিকো বাংলাদেশ ও বাটা সু রয়েছে। এই কোম্পানিগুলোর পর্ষদ ৩ হাজার ৪০২ কোটি ৭৬ লাখ টাকা মুনাফার বিপরীতে ২ হাজার ৭৪১ কোটি ২০ লাখ টাকার বা ৮১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

নিম্নে ২২২ কোম্পানির মুনাফা ও লভ্যাংশের বিস্তারিত তুলে ধরা হল-

*শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য
** অন্তবর্তীকালীন লভ্যাংশ
**** সাধারনদের থেকে উদ্যোক্তা/পরিচালকদের কম

কোম্পানির নামলভ্যাংশের হারনগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়)বোনাসের সংখ্যামুনাফার পরিমাণ (কোটি টাকায়)
ইউনাইটেড পাওয়ার১৭০% নগদ৯৮৫.৪৮ ৯৯৭.৬৬
স্কয়ার ফার্মা১০০% নগদ৮৮৬.৪৫ ১৮১৮.১১
বেক্সিমকো৩০% নগদ২৬২.৯০ ১২৫৪.৭৯
সামিট পাওয়ার২০% নগদ২১৩.৫৮ ৪১৩.২৭
মেঘনা পেট্রোলিয়াম১৫০% নগদ১৬২.৩২ ৩১৬.৫৩
বেক্সিমকো ফার্মা৩৫% নগদ১৫৬.১৪ ৪৯৯.৮৬
সোনারবাংলা ইন্স্যুরেন্স১৫% নগদ৬.০১ ৮.২১
ফার্স্ট জনতা ব্যাংক ফান্ড৭% নগদ২০.২৯ ৬.৯৫
এবি ব্যাংক ফার্স্ট ফান্ড৭% নগদ১৬.৭৪ ৭.৪১
এশিয়ান টাইগার সন্ধানি ফান্ড৫% নগদ৩.০৯ ৩.০৯
সিএপিএম বিডিবিএল ওয়ান৮% নগদ৪.০১ ৩.৬৬
সিএপিএম আইবিবিএল৮% নগদ৫.৩৫ ৫.৬২
ডিবিএইচ ফার্স্ট ফান্ড৭% নগদ৮.৪০ ৮.৬৪
ইবিএল ফার্স্ট ফান্ড৬.৫০% নগদ৯.৪১ ২.৭৫
ইবিএল এনআরবি ফান্ড১১% নগদ২৪.৬৭ ২৭.৩৬
এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড৭% নগদ১০.০৩ ১০.১৭
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড৬% নগদ৪৬.৫৭ ৫৩.৫৫
গ্রামীণ ওয়ান : স্কীম ২১৫% নগদ২৭.৩৬ ২৪.৪৪
গ্রীন ডেল্টা ফান্ড৭% নগদ১০.৫০ ১০.৮০
আইসিবি এএমসিএল ৩য়৫% নগদ ৫.৩০
আইসিবি এএমসিএল অগ্রনি৯% নগদ৮.৮৩ ১২.৫৬
আইসিবি এএমসিএল ২য় ফান্ড৬% নগদ ২.৯৫
আইসিবি এমপ্লয়ীজ৫% নগদ৩.৭৫ ৪.৪৩
আইসিবি এএমসিএল সোনালি৫% নগদ ৫.১০
আইএফআইসি ফার্স্ট ফান্ড৭% নগদ১২.৭৫ ৬.৩৮
আইএফআইএল ইসলামিক ফান্ড৪% নগদ ৩.৯০
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড৫% নগদ 
পিএইচপি ফার্স্ট ফান্ড৭% নগদ১৯.৭৩ ১৫.৫০
পপুলার লাইফ ফার্স্ট ফান্ড৭% নগদ২০.৯৪ ১০.১৭
প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি৫% নগদ 
রিল্যায়েন্স ১১০% নগদ৬.০৫ ৬.১১
এসইএমএল গ্রোথ ফান্ড১৫% নগদ১০.৯৪ ৬.৭৮
এসইএমএল শরীয়াহ ফান্ড৬% নগদ ৫.২০
এসইএমএল লেকচার ইক্যুইটি৫% নগদ২.৫০ ২.৩০
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ড৭% নগদ২১.২৫ ২৩.৯৮
এডিএন টেলিকম১০% নগদ৬.৪৭ ১৬.৭৪
ইস্টার্ন হাউজিং২০% নগদ১৮.৬৭ ৫৪.৮৯
মেঘনা ইন্স্যুরেন্স৩% নগদ১.২০ ৩.৭৬
এপেক্স ট্যানারি১০% নগদ১.৫২ ১.২৫
ইবনে সিনা৬০% নগদ১৮.৭৫ ৬০.৫৮
সন্ধানি লাইফ১২% নগদ১৩.১৬ ১৫.৬৯
কেডিএস এক্সেসরিজ১৬% নগদ১১.৩৯ ১৬.৫৯
এপেক্স স্পিনিং২০% নগদ১.৬৮ ২.৯০
এপেক্স ফুডস২০% নগদ১.১৪ ২.৯৩
এপেক্স ট্যানারি১০% নগদ১.৫২ ১.২৫
ইনডেক্স এগ্রো১০% নগদ৪.৭৩ ২৪.০৬
মতিন স্পিনিং৫০% নগদ৪৮.৭৫ ১০৫.১৯
স্কয়ার টেক্সটাইল৩৫% নগদ৬৯.০৪ ১৯৫.৮৭
তমিজ উদ্দিন টেক্সটাইল৩০% নগদ৯.০২ ১৯.৮৭
পেনিনসুলা২.৫০% নগদ২.৯৭ ২.২৫
ফারইস্ট নিটিং১০% নগদ২১.৮৭ ২২.৭৫
ডেসকো১০% নগদ৩৯.৭৬ ৬৩.২১
তিতাস গ্যাস১০% নগদ৯৮.৯২ ৩১৭.৫৪
সাবমেরিন কেবল৪৬% নগদ৭৫.৮৬ ২২৯.৩৮
রহিম টেক্সটাইল১০% নগদ০.৯৫ ১.৪৯
লাভেলো১২% নগদ১০.২০ ১২.১৬
মালেক স্পিনিং১০% নগদ১৯.৩৬ ৭২.০২
বিকন ফার্মা১৬% নগদ৩৬.৯৬ ৯৩.৫৬
অগ্নি সিস্টেমস৪.৫০% নগদ৩.২৭ ৭.৩৩
জেএমআই হসপিটাল১২.৫০% নগদ১৫.৬৬ ১১.২২
আইটি কনসালটেন্টস৬% নগদ৭.৭২ ২৪.০৫
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস৩.৫% নগদ৫.৭০ ২৬.৮৮
নাহি অ্যালুমিনিয়াম১০% নগদ৬.৮৪ ১৯.৬৯
রানার অটোমোবাইলস১০% নগদ১১.৩৫ ২৭.২৫
ন্যাশনাল পলিমার১০.৫% নগদ৭.৬৬ ২১.৩১
এসিআই ফরমূলেশনস২৫% নগদ১১.৮১ ২৪.২৯
আরগন ডেনিমস১০% নগদ১৩.৮৯ ৭.২২
সোনালি পেপার৪০% নগদ১৩.১৮ ১৯.৮৭
বারাকা পতেঙ্গা১০% নগদ১৭.৩০ ২১.৬২
মীর আক্তার১২.৫০% নগদ১৫.১০ ৩৫.৩৯
সায়হাম টেক্স১২% নগদ১০.৮৭ ১২.৪১
একমি ল্যাব৩০% নগদ৬৩.৪৮ ২১১.১৮
আরগন ডেনিমস১০% নগদ১৩.৮৯ ৭.২২
সাইফ পাওয়ারটেক১০% নগদ৩৭.৯৩ ৫০.০৭
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ৮% নগদ৬.৩৭ ৭.৭২
এম.এল ডাইং১০% নগদ২৩.২৪ ৯.৯৯
হা-ওয়েল টেক্সটাইল২৫% নগদ১৪ ২৫.৪২
ফাইন ফুডস১.৫% নগদ০.২১ ০.০৩
বারাকা পাওয়ার১০% নগদ২৩.৫৫ ৫০.১৫
ম্যাকসন্স স্পিনিং১০% নগদ২৩.৮২ ৫০.২৭
জিবিবি পাওয়ার৩% নগদ৩.০৫ ১০.২৮
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ৪৫% নগদ৮৯.৯৭ ১২০.৫১
সোনারগাঁও টেক্সটাইল১% নগদ০.২৬ ০.৮৮
এস.আলম কোল্ড রোল্ড৫% নগদ৪.৯২ ৬.৫৯
বিএসআরএম স্টিল৩০% নগদ১১২.৭৯ ৩৭২.৮৩
মোজাফ্ফর হোসাইন৬% নগদ৬.০৬ ১৯.৩৯
প্যারামাউন্ট টেক্সটাইল১০% নগদ১৬.২৮ ৭৬.০৪
বিডিকম১০% নগদ৫.৭১ ৭.৯৯
এনার্জিপ্যাক পাওয়ার১০% নগদ১৯.০১ ৭.২৩
ইনফরমেশন সার্ভিসেস৩% নগদ০.৩৩ ০.৬৪
বিএসআরএম লিমিটেড৩৫% নগদ১০৪.৫০ ৩০৮.৭৪
জিবিবি পাওয়ার৩% নগদ৩.০৫ ১০.২৮
রংপুর ফাউন্ড্রি লি:২৩% নগদ২.৩০ ৩.৮১
শাইনপুকুর সিরামিকস৩% নগদ৪.৪১ ৫.৭৩
এএমসিএল প্রাণ৩২% নগদ২.৫৬ ৪.৫০
আল-হাজ্ব টেক্সটাইল৩% নগদ০.৬৭ ২.০৩
বসুন্ধরা পেপার১০% নগদ১৭.৩৮ ৫০.৭৫
সায়হাম কটন১১% নগদ১৬.৩৭ ১৮.৮৯
ড্যাফোডিল কম্পিউটারস৫% নগদ২.৫০ ৩.৩৪
আরডি ফুড৫% নগদ৩.৮০ ৮.৯৬
লুব-রেফ বাংলাদেশ১০% নগদ১৪.৫২ ৩০.৯৪
ইউনিক হোটেল১৫% নগদ৪৪.১৬ ৯৪.২১
প্রাইম টেক্সটাইল২% নগদ০.৭৬ ১.৬৪
বাংলাদেশ শিপিং কর্পোরেশন২০% নগদ৩০.৫১ ২২৫.৭৫
ঢাকা ডাইং০.২৫% নগদ০.২২ ১.২২
বঙ্গজ৩% নগদ০.২৩ ০.২০
সালভো কেমিক্যাল১০% নগদ৬.৫০ ১২.৮৭
ইন্দোবাংলা ফার্মা১% নগদ১.১৬ ২.৫৬
সামিট অ্যালায়েন্স১৫% নগদ৩৫.৫৩ ২৮.১৯
পদ্মা অয়েল১২৫% নগদ১২২.৭৯ ২৪০.৩৮
ইস্টার্ন কেবলস২% নগদ০.৫৩ ০.৯০
ফার্মা এইউ৫০% নগদ০.১৬ ০.৩৫
ড্রাগণ সোয়েটার২% নগদ৪.২২ ২৩.১৯
যমুনা অয়েল১২০% নগদ১৩২.৫১ ১৮৬.২৯
ভ্যানগার্ড এএমএল বিডি৫% নগদ৫.২২ ৫.৩২
ওরিয়ন ফার্মা১০% নগদ২৩.৪০ ৮৪.৭১
এলআর গ্লোবাল এমএফ ১৬% নগদ১৮.৬৬ ১৯.৬০
আরামিট৫০% নগদ ৪.৯৫
একমি পেস্টিসাইডস৫% নগদ৬.৭৫ ১৮.৮৮
নাভানা ফার্মা১১% নগদ১১.৮২ ২৭.৪০
নিয়ালকো৫% নগদ১.৪৩ ১.৪৫
ইউসুফ ফ্লাওয়ার১০% নগদ০.০৬ ০.৩৪
হিমাদ্রি১০% নগদ০.০৮ ০.২৮
স্টার অ্যাডহেসিভ১২.৫০% নগদ২.৫০ ২.৭০
জেনারেশন নেক্সট১%৪.৯৫ ০.৪৭
**গ্রামীণফোন১২৫% নগদ১৬৮৭.৮৮ ১৭৩১.০৮
**বিএটিবিসি১০০% নগদ৫৪০ ১৩২৪.০৮
**লাফার্জহোলসিম৩৩% নগদ৩৮৩.২৫ ২১৭.১৮
**ম্যারিকো বাংলাদেশ৩০০% নগদ৯৪.৫০ ১০২.৯১
**বাটা সু২৬০% নগদ৩৫.৫৭ ২৭.৫১
***ওয়ালটন হাই-টেক২৫০% নগদ (উ/প ১৫০%)৪৫৭.৩২ ১২১৬.৫৬
***খুলনা পাওয়ার১০% নগদ (উ/প ৮%)৩৩.০৮ ১.১৯
***ওয়াটা কেমিক্যাল২০% নগদ (উ/প ১০%) ৪.০৫
শাশা ডেনিমস১০% নগদ১৪.১০ (৮১.১০)
ন্যাশনাল টি৭.৫% নগদ০.৫০ (২২.৭৫)
ক্রাউন সিমেন্ট১০% নগদ১৪.৮৫ (২২.৮৭)
ইভিন্স টেক্সটাইল২% নগদ৩.৬৬ (২.২০)
খান ব্রাদার্স২% নগদ১.৯৬ (১.৭৭)
*হাক্কানি পাল্প১% নগদ০.১০ (২.৪৭)
*গ্লোবাল হেভী কেমিক্যাল২% নগদ০.৪৫ (১১.৩০)
*গোল্ডেন হার্ভেস্ট২% নগদ৩.০০ (১০.১৪)
*স্টাইলক্রাফট২% নগদ০.১৭ (৭.১০)
*জিকিউ বলপেন২.৫% নগদ০.১৩ (২.৩৪)
*লিবরা ইনফিউশন (১৯-২০)৫% নগদ০.০৫ (১.১৭)
*আমান ফিড১০% নগদ৪.৮১ 
*দেশবন্ধু পলিমার৫% নগদ২.০৪ ২.৮৮
*সী পার্ল১৫% নগদ৯.৬৩ ১৬.১৮
*ইজেনারেশন১০% নগদ৪.৬৭ ১০.৭৩
*ইন্ট্রাকো রিফুয়েলিং১০% নগদ৬.৮১ ১০.১২
*মুন্নু ফেব্রিক্স***১% নগদ০.৬৮ ১.৩৮
*এডভেন্ট ফার্মা২% নগদ১.৩০ ১.০৫
*এসকে ট্রিমস৪% নগদ২.৩৩ ৭.৬২
*প্যাসিফিক ডেনিমস১% নগদ১.২৮ ৩.৪৮
*সিলভা ফার্মা৩% নগদ (১.৫% আইসিবি)২.৪২ ১০.২৩
*হামিদ ফেব্রিকস৫% নগদ২.২১ ৬.১০
*শেফার্ড ইন্ডাস্ট্রিজ১০% নগদ৭.৪৭ ১৮.১৮
*মুন্নু সিরামিকস১০% নগদ১.৯৫ ৩.৮৯
*কপারটেক ইন্ডাস্ট্রিজ৪% নগদ১.৭৬ ১১.২১
*একটিভ ফাইন কেমিক্যাল০.২৫% নগদ০.৫৩ ২.৬৪
*এএফসি অ্যাগ্রো০.৫০% নগদ০.৪০ ২.৫৩
*আমান কটন১০% নগদ৫.০৮ ৭.৬৬
*মুন্নু অ্যাগ্রো১৫% নগদ০.২৬ ০.৪৩
*বিডি অটোকারস৪% নগদ০.১২ ০.২১
*ন্যাশনাল ফিড মিল১% নগদ০.৬৫ ০.৭৫
*বেঙ্গল উইন্ডসোর৫% নগদ২.১৪ ৪.৭৬
*আলিফ ম্যানুফ্যাকচারিং২% নগদ৩.৬২ ১৫.৩৪
*এস্কয়ার নিট১০% নগদ৭.১৫ ৩১.৮৪
*আলিফ ইন্ডাস্ট্রিজ১২% নগদ৩.৫৪ ৬.৮৬
*রহিমা ফুড৫% নগদ০.৫৫ ০.৫৮
*ডমিনেজ স্টিল২% নগদ১.৪৩ ৫.৬৪
*ফু-ওয়াং সিরামিকস২% নগদ১.৯১ ৩.১৩
*বীচ হ্যাচারি১.৫০% নগদ০.৪০ ০.৯১
*বিডি থাই ফুড৩% নগদ১.২৪ ১.৭৯
*পাওয়ার গ্রীড১০% নগদ১৭.৮২ ১২২.৫৯
*এসোসিয়েট অক্সিজেন১০% নগদ৭.৬১ ১৮.৩৩
*সিলকো ফার্মা৫% নগদ৩.১৮ ৮.৪১
*আছিয়া সী ফুডস১০% নগদ২.৫৯ ২.২৪
*বিডি পেইন্টস১০% নগদ৪.২৪ ৭.২০
*ওরিজা অ্যাগ্রো১১% নগদ৩.৭৬ ৭.৯৬
*মাস্টার ফিড১০% নগদ৪.১০ ৭.১৯
*মোস্তফা মেটাল৭% নগদ২.৩৫ ৫.০৩
*মামুন অ্যাগ্রো১০% নগদ৩.৫০ ৫.৩৩
*জেমিনি সী১০% নগদ ও ৩০% বোনাস০.৩১১৪০৮৮৯৪৫.৮৭
*আফতাব অটো৫% নগদ ও ৫% বোনাস৩.৫২৫০২৫৯৫২০.১০
*নাভানা সিএনজি৫% নগদ ও ৫% বোনাস২.০৭৩৫৯৭৭৫১১.১৫
*ডরিন পাওয়ার১৮% নগদ ও ১২% বোনাস৯.৭২১৯৪০৫৫৯৭১৬৬.৭৩
*জেনেক্স ইনফোসিস১১% নগদ ও ২% বোনাস৮.৫৩২২৭০৯২৮৩৮.১৫
জিএসপি ফাইন্যান্স২.৫% নগদ ও ৭.৫% বোনাস৩.৯৩১১৭৮০১৪৪২২.৬২
এপেক্স ফুটওয়্যার৩৫% নগদ ও ১০% বোনাস৩.৫৪১১৮১২৫০১৩.৮২
কুইন সাউথ টেক্সটাইল৬% নগদ ও ৬% বোনাস৮.৬৪৮৬৩৭৮১৭২৩.৬১
বিডি ল্যাম্পস২০% নগদ ও ৭% বোনাস১.৮৭৬৫৫৯৪৩৮.২৩
রেনাটা১৪০% নগদ ও ৭% বোনাস১৫০.০৭৭৫০৩৫০৯৫১১.১০
আমরা নেটওয়ার্ক৫% নগদ ও ৫% বোনাস২.৯৫২৯৫১৭৪৩১০.৯২
বিবিএস কেবলস৮% নগদ ও ৫% বোনাস১৬.১৩১০০৮১৪১৮৮০.৮৫
সিনোবাংলা১০% নগদ ও ১% বোনাস১৯৯৯৬৬৩.৬২
এসিআই৫০% নগদ ও ৫% বোনাস৩৬.২৯৩৬২৮৮৩৯৩৭.৯৬
শাহজিবাজার পাওয়ার১৬% নগদ ও ৪% বোনাস২৮.৭১৭১৭৮১৪০৭৭.১৭
সাফকো স্পিনিং২% নগদ ও ১% বোনাস০.৬৬২৯৯৮১৭০.৯৯
ইফাদ অটোজ৫% নগদ ও ৫% বোনাস১২.৬৪১২৬৪৭৫২১৪১.৪৮
তসরিফা ইন্ডাস্ট্রিজ৩% নগদ ও ২% বোনাস২.০৪১৩৫৯৭০২১০.৯৫
মেট্রো স্পিনিং৩% নগদ ও ৫% বোনাস১.৮৫৩০৮৪৯১৪৮.৫১
এইচআর টেক্সটাইল৫% নগদ ও ১০% বোনাস১.৩৩২৬৫৬০০৭.৪২
ফরচুন সুজ১০% নগদ ও ৫% বোনাস১৬.২৫৮১২৬৭৭৪৩৭.৩৮
আমরা টেকনোলজিস৬% নগদ ও ৬% বোনাস৩.৬৬৩৬৬২৬৮৫১০.৮৭
জিপিএইচ ইস্পাত৫.৫% নগদ ও ৫.৫% বোনাস২৪.০২২৪০২৪৯০৬১৪৯.৩৯
আনোয়ার গ্যালভানাইজিং২০% নগদ ও ৮০% বোনাস৩.৩৫১৩৪১৬৪৮০১৯.৩৫
মেঘনা সিমেন্ট৫% নগদ ও ৫% বোনাস১.৪৩১৪৩২৫৮৬৫.৫৯
ইস্টার্ন লুব্রিকেন্ট৪০% নগদ ও ১০% বোনাস০.৪৮১১৯২৮০১.১৩
শমরিতা হসপিটাল৫% নগদ ও ৫% বোনাস০.৯৪৯৪৩৭৬২১.৬২
আইসিবি৫% নগদ ও ৫% বোনাস৪০.২৯৪০২৯০৭৭৬১৪৪.২৪
কোহিনুর কেমিক্যাল২০% নগদ ও ২০% বোনাস৫.১১৫১০৬১৭৩৩১.৬৮
ওরিয়ন ইনফিউশনস১০% নগদ ও ১০% বোনাস২.০৪২০৩৫৯৭৬৪.২৮
কনফিডেন্স সিমেন্ট৫% নগদ ও ৫% বোনাস৩.৯১৩৯১১৭৩৭১১.১৯
এমবি ফার্মা১০% নগদ ও ২০% বোনাস০.২৪৪৮০০০০০.৮১
পেপার প্রসেসিং৮% নগদ ও ৭% বোনাস০.৮৪৭৩১৪৭২৪.৮৩
মনোস্পুল পেপার১০% নগদ ও ১০% বোনাস০.৯৪৯৩৮৮৮৩৫.১২
বেঙ্গল বিস্কুট৫% বোনাস ৩৯৬৯০০০.৫৫
ভিএফএস থ্রেড৫% বোনাস ৫২৭৯০০৩১৪.৯৯
দেশ গার্মেন্টস১০% বোনাস ৭৫৩৪৮৬০.০৪
জেএমআই সিরিঞ্জ৩৬% বোনাস ৭৯৫৬০০০১০.০৬
সোনালি আঁশ১০০% বোনাস ২৭১২০০০১.০৬
কে অ্যান্ড কিউ০০০০ ০.৩০
মোট-২২২ কোম্পানি ৮৫৪৫.৭৬ কোটি টাকা২২৫৪৮৪৩২৪টি শেয়ার১৬০১০.৭২ কোটি টাকা

বি: দ্র: নিট মুনাফার তথ্য পাওয়া যায়নি এমন কিছু কোম্পানির তথ্য নিউজে সংযুক্ত করা হয়নি। এরমধ্যে বিশেষ করে নিট মুনাফা প্রকাশ না করা কিছু জীবন বীমা কোম্পানি রয়েছে। এছাড়া দু-একটি নতুন তালিকাভুক্ত হওয়া কোম্পানি রয়েছে।

বিজনেস আওয়ার/০৩ জানুয়ারি, ২০২৩/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: