বিজনেস আওয়ার প্রতিবেদক : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাত পুলিশকে জিজ্ঞাসাবাদের জন্য ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৪ আগস্ট) বিকালে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ এ আদেশ দেন।
এর আগে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী, সাবেক সদস্য এসআই নন্দ দুলাল রক্ষিত, এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন ও কনস্টেবল আব্দুল্লাহ আল-মামুনকে আদালতে আনা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খায়রুল আলম বলেন, সিনহা হত্যা মামলার বেশ অগ্রগতি হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করা দরকার। রিমান্ড শেষে আজ আদালতে তোলা প্রধান তিন আসামি সাবেক ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলাল এবং ইতোমধ্যে রিমান্ড সম্পন্ন হওয়া চার পুলিশ সদস্যের আরও সাতদিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। কিন্তু শুনানি শেষে আদালত সবার চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
খাইরুল আরও বলেন, সাবেক ওসি প্রদীপসহ তিন আসামিকে সোমবারই রিমান্ডে নেওয়া হবে। অন্য চার পুলিশ সদস্যকে সুবিধাজনক সময়ে র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের শামলাপুর চেকপোস্টে গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন।
এ ঘটনায় সিনহার বোন মামলা করেছেন। সেই মামলায় এ পর্যন্ত ১০ আসামিকে রিমান্ডে নেওয়া হলো। তার মধ্যে সাত পুলিশ সদস্যকে দুই দফা, পুলিশের মামলার তিন সাক্ষীকে একদফা রিমান্ডে নেওয়া হয়। এছাড়া এপিবিএনের তিন সদস্যকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হলেও এখনও হেফাজতে নেওয়া হয়নি।
বিজনেস আওয়ার/২৫ আগস্ট, ২০২০/কমা