ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে অস্থিরতা তৈরি করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • 79

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপি দেশে অস্থিরতা তৈরি করতে চায়। সাম্প্রতিক সময়ে তাদের কর্মসূচি সেটিই প্রমাণ করে বলে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আগামী ১১ জানুয়ারি তারা (বিএনপি) অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। গতবছরের ১০ ডিসেম্বরের মতো ভবিষ্যতেও বিএনপি কর্মসূচির নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ জবাব দেবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক জনসভার নামে সহিংসতা হলে জনগণ সেটি প্রতিহত করবে।

তথ্যমন্ত্রী বলেন, এ সরকারকে বিদায় দিতে হলে নির্বাচনে আসতে হবে, অন্য কোনো পথে সরকারের বিদায় সম্ভব হবে না।

নির্বাচন নিয়ে বিএনপির কোনো অভিযোগ থাকলে তাদের প্রয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে পারে বলেও জানান তিনি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, টেলিভিশনের অভিনয়শিল্পীদের জন্য জাতীয় পুরস্কার প্রবর্তন করার চিন্তাভাবনা করছে সরকার।

উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি ১০ দফা দাবি নিয়ে সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি ও গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলো।

বিজনেস আওয়ার/০৫ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দেশে অস্থিরতা তৈরি করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপি দেশে অস্থিরতা তৈরি করতে চায়। সাম্প্রতিক সময়ে তাদের কর্মসূচি সেটিই প্রমাণ করে বলে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আগামী ১১ জানুয়ারি তারা (বিএনপি) অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। গতবছরের ১০ ডিসেম্বরের মতো ভবিষ্যতেও বিএনপি কর্মসূচির নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ জবাব দেবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক জনসভার নামে সহিংসতা হলে জনগণ সেটি প্রতিহত করবে।

তথ্যমন্ত্রী বলেন, এ সরকারকে বিদায় দিতে হলে নির্বাচনে আসতে হবে, অন্য কোনো পথে সরকারের বিদায় সম্ভব হবে না।

নির্বাচন নিয়ে বিএনপির কোনো অভিযোগ থাকলে তাদের প্রয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে পারে বলেও জানান তিনি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, টেলিভিশনের অভিনয়শিল্পীদের জন্য জাতীয় পুরস্কার প্রবর্তন করার চিন্তাভাবনা করছে সরকার।

উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি ১০ দফা দাবি নিয়ে সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি ও গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলো।

বিজনেস আওয়ার/০৫ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: