ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ব শত্রুতার জেরে কৃষককে কুপিয়ে হত্যা

  • পোস্ট হয়েছে : ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • 49

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাগেরহাটের কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে মো. মোজাহার মোল্লা (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (৬ জানুয়ারি) সকালে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে ওই কৃষকের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষের হামলায় নিহতের পরিবারের ৯ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে নিহত ও তার স্বজনদের তিনটি বসতবাড়ি। নিহত মো. মোজাহার মোল্লা আলিপুর গ্রামের মৃত জোনাব আলী মোল্লার ছেলে।

ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ঢাল, সরকি ও রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

আলিপুর গ্রামের প্রভাবশালী রাসেল শেখ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান মোল্লার সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি স্থানীয়দের। এর আগে হামলাকারীরাই হাফিজুর রহমান মোল্লাকে মারধর করেছিল। ওই হামলায় পঙ্গু হয়ে গেছেন হাফিজুর
রহমান মোল্লা।

তিনি গজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নিহত মো. মোজাহার মোল্লা হাফিজুর রহমান মোল্লার চাচাতো ভাই।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিজনেস আওয়ার/০৭ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পূর্ব শত্রুতার জেরে কৃষককে কুপিয়ে হত্যা

পোস্ট হয়েছে : ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাগেরহাটের কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে মো. মোজাহার মোল্লা (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (৬ জানুয়ারি) সকালে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে ওই কৃষকের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষের হামলায় নিহতের পরিবারের ৯ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে নিহত ও তার স্বজনদের তিনটি বসতবাড়ি। নিহত মো. মোজাহার মোল্লা আলিপুর গ্রামের মৃত জোনাব আলী মোল্লার ছেলে।

ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ঢাল, সরকি ও রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

আলিপুর গ্রামের প্রভাবশালী রাসেল শেখ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান মোল্লার সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি স্থানীয়দের। এর আগে হামলাকারীরাই হাফিজুর রহমান মোল্লাকে মারধর করেছিল। ওই হামলায় পঙ্গু হয়ে গেছেন হাফিজুর
রহমান মোল্লা।

তিনি গজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নিহত মো. মোজাহার মোল্লা হাফিজুর রহমান মোল্লার চাচাতো ভাই।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিজনেস আওয়ার/০৭ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: