1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান মারা গেছেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান মারা গেছেন

  • পোস্ট হয়েছে : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক: সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান হৃদরোগের আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের কমিউনিকেশন অফিসার ইহিতা হোসেন মিতা।

হাবিব উল্লাহ খান সত্তরের দশকে তথ্যমন্ত্রী এবং আশির দশকে পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত ছিলেন।

তার স্ত্রী সালমা খান ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। গত জুলাইতে তিনি মারা যান।

তাদের একমাত্র মেয়ে ওয়াশিংটনে বসবাস করেন। বাবার মৃত্যুর খবরে তিনি দেশে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হাবিব উল্লাহ খানের মৃত্যুতে বিএনপি শোক জানিয়েছে।

বিজনেস আওয়ার/০৭ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ