ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অনুষ্ঠিত হলো ‘এইচআর ফর ফিউচার বিজনেস’

  • পোস্ট হয়েছে : ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • 46

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত হয়ে গেলো ট্রেইনিং প্রোগ্রাম ‘এইচআর ফর ফিউচার বিজনেস’। শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। মূলত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা, বিভিন্ন ক্ষেত্রে তরুণদের বিকাশ এবং সামগ্রিক শিল্পখাত বেড়ে ওঠার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলোই উঠে এসেছে এই প্রোগ্রামে।

‘এইচআর ফর ফিউচার বিজনেস’ প্রোগ্রামে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. কামরুল আহসান। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশের প্রথিতযশা মানবসম্পদ বিশেষজ্ঞ মোঃ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের বিজনেস স্কুলের ডীন ড. বাকী খলীলি এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান। আরো উপস্থিত ছিলেন গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি রওশন আলী বুলবুল এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের আমন্ত্রিত সিনিয়র কর্মকর্তাবৃন্দ। প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সদস্য ইমতিয়াজ চৌধুরী।

এই প্রোগ্রামের মূল আলোচক মোশাররফ হোসেন বলেন, “আমাদের আগামী যুগ হবে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে আমাদের প্রয়োজন সকল প্রজন্মকে সাথে নিয়ে একসাথে এগিয়ে চলা। ইনোভেশন আর ক্রিয়েটিভিটি নিশ্চিত করতে যথাযথ প্রক্রিয়া এবং মানবসম্পদের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই।”

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কামরুল আহসানও একই সুরে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্যে তরুণ প্রজন্মকে দক্ষ ও সচেতন হবার আহবান জানান। তিনি ভবিষ্যতেও গ্রিন এইচ আর প্রফেশনালস বাংলাদেশ ও ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের যৌথ আয়োজনে আরো অনুষ্ঠান আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া এই প্রোগ্রামে গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের সভাপতি রওশন আলী বুলবুল সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন। তিনি বলেন, “এ পর্যন্ত আমরা একটানা ১৯২ সপ্তাহ ধরে পাঠচক্র পরিচালনা করে আসছি।” এছাড়া ৫২ টি ট্রেইনিং, শীতবস্ত্র বিতরণ, পিকনিকের মতো কার্যক্রমের কথাও তিনি তুলে ধরেন।

প্রোগ্রামের শেষে গ্রিন এইচআর প্রফেশনালস আয়োজিত পাওয়ার বিআই ট্রেইনিংয়ের সনদ তুলে দেয়া হয় অংশগ্রহণকারীদের হাতে। সেখানে উপস্থিত ছিলেন পাওয়ার বিআই ট্রেইনিংয়ের ট্রেইনার সায়েদ সাবেত।

বিজনেস আওয়ার/০৮ জানুয়ারি, ২০২৩/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অনুষ্ঠিত হলো ‘এইচআর ফর ফিউচার বিজনেস’

পোস্ট হয়েছে : ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত হয়ে গেলো ট্রেইনিং প্রোগ্রাম ‘এইচআর ফর ফিউচার বিজনেস’। শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। মূলত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা, বিভিন্ন ক্ষেত্রে তরুণদের বিকাশ এবং সামগ্রিক শিল্পখাত বেড়ে ওঠার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলোই উঠে এসেছে এই প্রোগ্রামে।

‘এইচআর ফর ফিউচার বিজনেস’ প্রোগ্রামে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. কামরুল আহসান। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশের প্রথিতযশা মানবসম্পদ বিশেষজ্ঞ মোঃ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের বিজনেস স্কুলের ডীন ড. বাকী খলীলি এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান। আরো উপস্থিত ছিলেন গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি রওশন আলী বুলবুল এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের আমন্ত্রিত সিনিয়র কর্মকর্তাবৃন্দ। প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সদস্য ইমতিয়াজ চৌধুরী।

এই প্রোগ্রামের মূল আলোচক মোশাররফ হোসেন বলেন, “আমাদের আগামী যুগ হবে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে আমাদের প্রয়োজন সকল প্রজন্মকে সাথে নিয়ে একসাথে এগিয়ে চলা। ইনোভেশন আর ক্রিয়েটিভিটি নিশ্চিত করতে যথাযথ প্রক্রিয়া এবং মানবসম্পদের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই।”

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কামরুল আহসানও একই সুরে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্যে তরুণ প্রজন্মকে দক্ষ ও সচেতন হবার আহবান জানান। তিনি ভবিষ্যতেও গ্রিন এইচ আর প্রফেশনালস বাংলাদেশ ও ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের যৌথ আয়োজনে আরো অনুষ্ঠান আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া এই প্রোগ্রামে গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের সভাপতি রওশন আলী বুলবুল সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন। তিনি বলেন, “এ পর্যন্ত আমরা একটানা ১৯২ সপ্তাহ ধরে পাঠচক্র পরিচালনা করে আসছি।” এছাড়া ৫২ টি ট্রেইনিং, শীতবস্ত্র বিতরণ, পিকনিকের মতো কার্যক্রমের কথাও তিনি তুলে ধরেন।

প্রোগ্রামের শেষে গ্রিন এইচআর প্রফেশনালস আয়োজিত পাওয়ার বিআই ট্রেইনিংয়ের সনদ তুলে দেয়া হয় অংশগ্রহণকারীদের হাতে। সেখানে উপস্থিত ছিলেন পাওয়ার বিআই ট্রেইনিংয়ের ট্রেইনার সায়েদ সাবেত।

বিজনেস আওয়ার/০৮ জানুয়ারি, ২০২৩/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: