ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রীকে প্রেমপত্র লিখে বিপাকে স্কুলশিক্ষক

  • পোস্ট হয়েছে : ০২:১১ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • 45

আন্তর্জাতিক ডেস্ক: ১৩ বছর বয়সী ছাত্রীর প্রেমে পড়লেন ৪৭ বছরের শিক্ষক। অষ্টম শ্রেণির ছাত্রীকে প্রেমপত্রও লিখেছেন ওই শিক্ষক। এমনই এক ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে ভারতের উত্তর প্রদেশের কনৌজ এলাকায়। ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা।

শনিবার (৭ জানুয়ারি) এ খবর প্রকাশ্যে এসেছে। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অষ্টম শ্রেণির ছাত্রীকে এক পাতার চিঠিতে প্রেম নিবেদন করেছেন ওই শিক্ষক। প্রেমপত্রে ছাত্রীর নাম লিখেছেন তিনি। তারপর লিখেছেন, স্কুল ছুটির আগে যেন তার সঙ্গে দেখা করে ওই ছাত্রী। যদি সত্যিই ওই ছাত্রী তাকে ভালোবাসে, তাহলে যেন অবশ্যই তার সঙ্গে দেখা করে। এসব কথাই চিঠিতে লিখেছেন ওই শিক্ষক।

তিনি আরও লেখেন, ‘তোমাকে অসম্ভব ভালোবাসি আমি। লম্বা ছুটির সময় আমি তোমাকে খুব মিস করব। তাই স্কুল যখন ছুটি থাকবে, তখন তুমি আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখো।’

চিঠিটি পড়ার পর ছাত্রী যেন তা ছিঁড়ে ফেলে, সে কথাও উল্লেখ করা হয়েছে। এদিকে শিক্ষকের কাছ থেকে এমন চিঠি পাওয়ার বিষয়টি বাবা-মাকে জানিয়ে দেয় ওই ছাত্রী। এরপরই অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন ছাত্রীর বাবা-মা। এ কাজের জন্য তাকে ক্ষমা চাইতে বলেন তারা।

কিন্তু ক্ষমা চাওয়ার বদলে ওই শিক্ষক তাদের মেয়েকে ‘গায়েব’ করে দেয়ার হুমকি দেন বলে অভিযোগ করেছেন ছাত্রীর বাবা-মা। এ ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয় ছাত্রীর পরিবার। ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার কানওয়ার অনুপম সিংহ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা কৌস্তভ সিংহ বলেছেন, ‘এ ঘটনায়একটি তদন্তকারী দল তৈরি করা হয়েছে। প্রতিবেদন চাওয়া হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তবে এখন পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে জানা গেছে।

সূত্র: আনন্দবাজার

বিজনেস আওয়ার/০৮ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ছাত্রীকে প্রেমপত্র লিখে বিপাকে স্কুলশিক্ষক

পোস্ট হয়েছে : ০২:১১ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ১৩ বছর বয়সী ছাত্রীর প্রেমে পড়লেন ৪৭ বছরের শিক্ষক। অষ্টম শ্রেণির ছাত্রীকে প্রেমপত্রও লিখেছেন ওই শিক্ষক। এমনই এক ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে ভারতের উত্তর প্রদেশের কনৌজ এলাকায়। ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা।

শনিবার (৭ জানুয়ারি) এ খবর প্রকাশ্যে এসেছে। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অষ্টম শ্রেণির ছাত্রীকে এক পাতার চিঠিতে প্রেম নিবেদন করেছেন ওই শিক্ষক। প্রেমপত্রে ছাত্রীর নাম লিখেছেন তিনি। তারপর লিখেছেন, স্কুল ছুটির আগে যেন তার সঙ্গে দেখা করে ওই ছাত্রী। যদি সত্যিই ওই ছাত্রী তাকে ভালোবাসে, তাহলে যেন অবশ্যই তার সঙ্গে দেখা করে। এসব কথাই চিঠিতে লিখেছেন ওই শিক্ষক।

তিনি আরও লেখেন, ‘তোমাকে অসম্ভব ভালোবাসি আমি। লম্বা ছুটির সময় আমি তোমাকে খুব মিস করব। তাই স্কুল যখন ছুটি থাকবে, তখন তুমি আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখো।’

চিঠিটি পড়ার পর ছাত্রী যেন তা ছিঁড়ে ফেলে, সে কথাও উল্লেখ করা হয়েছে। এদিকে শিক্ষকের কাছ থেকে এমন চিঠি পাওয়ার বিষয়টি বাবা-মাকে জানিয়ে দেয় ওই ছাত্রী। এরপরই অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন ছাত্রীর বাবা-মা। এ কাজের জন্য তাকে ক্ষমা চাইতে বলেন তারা।

কিন্তু ক্ষমা চাওয়ার বদলে ওই শিক্ষক তাদের মেয়েকে ‘গায়েব’ করে দেয়ার হুমকি দেন বলে অভিযোগ করেছেন ছাত্রীর বাবা-মা। এ ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয় ছাত্রীর পরিবার। ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার কানওয়ার অনুপম সিংহ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা কৌস্তভ সিংহ বলেছেন, ‘এ ঘটনায়একটি তদন্তকারী দল তৈরি করা হয়েছে। প্রতিবেদন চাওয়া হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তবে এখন পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে জানা গেছে।

সূত্র: আনন্দবাজার

বিজনেস আওয়ার/০৮ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: