বিজনেস আওয়ার ডেস্ক: বিমান বাংলাদেশের বোয়িং-৭৭৭ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এক যুবক জামা খুলে পাশের যাত্রীকে কিল ঘুষি বসিয়ে দেন। ওই লোকও ছেড়ে কথা বলেননি। সম্প্রতি এমন ঘটনা ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ দেখে অবাক নেটিজেনরা।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিমানের মধ্যে দুই যাত্রী মারপিট করছেন। এক ব্যক্তি নিজের আসনে বসে আছেন। আর দাঁড়িয়ে থাকা যুবক আসনের সামনে খালি গায়ে উদ্ভট আচরণ করছেন। ওই যুবক আসনে বসে থাকা যাত্রীর কলার ধরেন বসেন। আসনে বসে থাকা ওই যাত্রীও থাপ্পড় মারেন। পাল্টা ওই যুবকও কিল-ঘুষি মারতে থাকেন।
তাদের বিবাদ থামাতে বিমানে থাকা কয়েকজন ছুটে আসেন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, যুবককে ছাড়ানোর চেষ্টা করেন তারা। আসন নিয়ে দুইজনের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ ঘটনায় বিমান বাংলাদেশের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ভিডিও..
বিজনেস আওয়ার/০৯ জানুয়ারি, ২০২৩/ এএইচএ