ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে মনোনয়নপত্র নেওয়ার পরিকল্পনা ইসির

  • পোস্ট হয়েছে : ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • 79

বিজনেস আওয়ার প্রতিবেদক: মনোনয়নপত্র সরাসরি জমা দেয়ার বিধান থেকে সরে এসে অনলাইনে জমার বিধান সংযোজন করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। এ বিষয়ে আগামী কমিশন সভায় আলোচনা করা হবে বলেও জানান তিনি।

সোমবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সারাবিশ্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিচিত জানিয়ে আহসান হাবিব বলেন, আমরা এখন নিজেদেরকে স্মার্ট বাংলাদেশ দাবি করি। এখন স্কুল-কলেজ থেকে শুরু করে সবকিছুর আবেদনই অনলাইনে সাবমিশন হচ্ছে। অনলাইনে সাবমিশন দিলে সুবিধা আছে। জনপ্রতিনিধিরা শো-ডাউন দিয়ে মনোনয়ন জমা দেন।

নমিনেশন সাবমিশন করতে গিয়ে অনেকে বাধার সম্মুখীন হন বলে অভিযোগ আছে জানিয়ে তিনি বলেন, অভিযোগ আছে, যারা সাবমিশন করতে চায় তাদের অনেকে বাধাগ্রস্ত হয়। খেলার মাঠে খেলোয়াড় নেই তাহলে জিতে লাভ কি? এই চিন্তা-ভাবনা কীভাবে বাস্তবায়ন করবো আইসিটি বিভাগ সেটির একটি প্রেজেন্টেশন দিয়েছে আমাকে। মনোনয়ন জমায় যেন অসুবিধা না হয়-সেটি বিবেচনা করা হচ্ছে।

ইসি আহসান হাবিব খান বলেন, আগামী কমিশন সভায় অনলাইন মনোনয়ন সাবমিশন বাস্তবায়ন করা যায় কিনা তা নিয়ে আলোচনা করবো। কমিশনে সিদ্ধান্ত হলে এটিকে বাস্তবায়ন করবো। প্রথমে এটির পাইলট প্রজেক্ট নেব। চ্যালেঞ্জ কি ধরনের তা দেখব। আমরা চিন্তা করি, সুন্দর জিনিস সবাই একসেপ্ট করবে।

নতুন ইভিএম কেনার প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর পাঁচশ’র বেশি নির্বাচন ইভিএমে করেছি। সেখানে কোনো সমস্যা হয়নি। কমিশন সিদ্ধান্ত ছিল ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। কিন্তু আমার ইচ্ছে শতভাগ কেন্দ্রে ইভিএমের ব্যবস্থা করা। আমরা এখন পর্যন্ত অনড় ইভিএমে ভোটের ব্যাপারে। আর্থিক বিষয়টি বিবেচনা করে প্লানিং কমিশন মূল্যায়নের পর সিদ্ধান্ত জানানো যাবে।

বিজনেস আওয়ার/০৯ জানুয়ারি, ২০২৩/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অনলাইনে মনোনয়নপত্র নেওয়ার পরিকল্পনা ইসির

পোস্ট হয়েছে : ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: মনোনয়নপত্র সরাসরি জমা দেয়ার বিধান থেকে সরে এসে অনলাইনে জমার বিধান সংযোজন করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। এ বিষয়ে আগামী কমিশন সভায় আলোচনা করা হবে বলেও জানান তিনি।

সোমবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সারাবিশ্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিচিত জানিয়ে আহসান হাবিব বলেন, আমরা এখন নিজেদেরকে স্মার্ট বাংলাদেশ দাবি করি। এখন স্কুল-কলেজ থেকে শুরু করে সবকিছুর আবেদনই অনলাইনে সাবমিশন হচ্ছে। অনলাইনে সাবমিশন দিলে সুবিধা আছে। জনপ্রতিনিধিরা শো-ডাউন দিয়ে মনোনয়ন জমা দেন।

নমিনেশন সাবমিশন করতে গিয়ে অনেকে বাধার সম্মুখীন হন বলে অভিযোগ আছে জানিয়ে তিনি বলেন, অভিযোগ আছে, যারা সাবমিশন করতে চায় তাদের অনেকে বাধাগ্রস্ত হয়। খেলার মাঠে খেলোয়াড় নেই তাহলে জিতে লাভ কি? এই চিন্তা-ভাবনা কীভাবে বাস্তবায়ন করবো আইসিটি বিভাগ সেটির একটি প্রেজেন্টেশন দিয়েছে আমাকে। মনোনয়ন জমায় যেন অসুবিধা না হয়-সেটি বিবেচনা করা হচ্ছে।

ইসি আহসান হাবিব খান বলেন, আগামী কমিশন সভায় অনলাইন মনোনয়ন সাবমিশন বাস্তবায়ন করা যায় কিনা তা নিয়ে আলোচনা করবো। কমিশনে সিদ্ধান্ত হলে এটিকে বাস্তবায়ন করবো। প্রথমে এটির পাইলট প্রজেক্ট নেব। চ্যালেঞ্জ কি ধরনের তা দেখব। আমরা চিন্তা করি, সুন্দর জিনিস সবাই একসেপ্ট করবে।

নতুন ইভিএম কেনার প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর পাঁচশ’র বেশি নির্বাচন ইভিএমে করেছি। সেখানে কোনো সমস্যা হয়নি। কমিশন সিদ্ধান্ত ছিল ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। কিন্তু আমার ইচ্ছে শতভাগ কেন্দ্রে ইভিএমের ব্যবস্থা করা। আমরা এখন পর্যন্ত অনড় ইভিএমে ভোটের ব্যাপারে। আর্থিক বিষয়টি বিবেচনা করে প্লানিং কমিশন মূল্যায়নের পর সিদ্ধান্ত জানানো যাবে।

বিজনেস আওয়ার/০৯ জানুয়ারি, ২০২৩/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: