বিজনেস আওয়ার প্রতিবেদক: বর্তমান সরকার নিজেদের মতো করে নির্বাচন করার ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দুদক ও আদালতকে ব্যবহার করা শুরু করেছে, কিন্তু এগুলো করে সরকারের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি আরও বলেন, “বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতেও দেওয়া হবে না। সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়, যে তা পরিবর্তন করা যাবে না ”
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীতে বিএনপির ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এসব কথা বলেন।
আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন শুরু করলে বিএনপি গণতন্ত্রের স্বার্থে সে ব্যবস্থা চালু করেছিল মন্তব্য করে তিনি আরও বলেন, “অথচ এই সরকার ক্ষমতায় এসে তাদের স্বার্থে সংবিধান বারবার পরিবর্তন করলেও তত্ত্বাবধায়ক নিয়ে কোনো কাজ করেনি।”
সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু প্রমুখ।
বিজনেস আওয়ার/০৯ জানুয়ারি, ২০২৩/ এএইচএ