বিজনেস আওয়ার প্রতিবেদক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন আলোচিত মুখ আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ইসি কমিশন সচিবালয়ে আপিল আবেদন করেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি আসন দুটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ১ শতাং ভোটার/সমর্থক থাকা বাধ্যতামূলক। কিন্তু হিরো আলম ১ শতাংশ ভোটার সমর্থক দেখাতে না পারায় এবং যতটুকু দেখিয়েছেন ভোটারের সঙ্গে তার মিল না থাকায় রিটার্নিং কর্মকর্তা গত ৮ জানুয়ারি বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘বগুড়া-৪ ও বগুড়া-৬ দুইটা আসনেই ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের কারণে আমার মনোনয়নপত্র বাতিল করেছে। যে কারণে আমি নির্বাচন কমিশনের কাছে আপিল করলাম। আমার সব কাগজপত্র ঠিক আছে। তারা যে ভুলগুলো ধরেছে তার প্রমাণসহ জমা দিয়েছি। উনারা যে ভুলটা ধরেছেন একটা ভোটারের নাকি নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে দেখি ওই নাম্বারটি আমি জমাই দিইনি।’
‘আগে থেকেই ষড়যন্ত্রের আশঙ্কা করেছিলাম। সেই শঙ্কাই সত্যি হলো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রার্থিতা ফিরে পেতে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।’
হিরো আলম বলেন, ‘২০১৮ সালে একই ভুলের কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে হাইকোর্টে রিট করে মনোনয়নপত্র ফিরে পাই।’
বিজনেস আওয়ার/১০ জানুয়ারি, ২০২৩/এএইচএ