বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা শাহরুখ খান-দীপিকার অভিনীত সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পাঠান’ সিনেমার ট্রেলার। ছবিটি দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে মুখিয়ে রয়েছেন শাহরুখ ভক্তরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় মুক্তি পেয়েছে ছবিটির প্রথম ঝলক। শুরুতেই ঝড় তুলেছে ট্রেলারটি। মাত্র দুই ঘণ্টায় ট্রেলারের ভিউ সংখ্যা ৩৬ লাখ পেরিয়ে গেছে।
অ্যাকশন থ্রিলারের এই ছবিটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। সেই সঙ্গে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।
আড়াই মিনিটের এই ট্রেলারজুড়ে রয়েছে মারকাটারি অ্যাকশন ও সংলাপ। সন্ত্রাসবাদীদের কাছ থেকে দেশকে রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন ‘পাঠান’-এর শরণাপন্ন ডিম্পল কাপাডিয়া। ছবিতে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। যে নিজের দেশের জন্য জীবন দিতে পারে, আবার নিতেও পারে। প্রসঙ্গত, ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সালমান খানকে। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
ভিডিও…
বিজনেস আওয়ার/১০ জানুয়ারি, ২০২৩/এএইচএ