বিজনেস আওয়ার প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মাহমুদ হাসান রিপন শপথ নেবেন আজ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে শপথ বাক্য পাঠ করাবেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গেলো বছরের ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে ভোটে অনিয়মের অভিযোগ ওঠলে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
গত ৪ জানুয়ারি পুনরায় ভোট অনুষ্ঠিত হয় আসনটিতে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হন। তিনি পেয়েছেন ৭৮ হাজার ২৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) গোলাম শহীদ রঞ্জু লাঙল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৭৫২ ভোট।
বিজনেস আওয়ার/১০ জানুয়ারি, ২০২৩/এএইচএ