ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় টানা ৬ দিন রেকর্ড!

  • পোস্ট হয়েছে : ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
  • 104

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা সাড়ে ৩৫ হাজার ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। স্বাস্থ্য অধিদফতরের বিগত ৬ দিনের তথ্য অনুযায়ী গত ২০ মে থেকে ২৫ মে পর্যন্ত প্রতিদিনই শনাক্ত অথবা মৃত্যুর রেকর্ড হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর করোনা সংক্রমণ ঠেকাতে প্রতিদিনই জনসাধারণকে বাড়ির বাইরে না যাওয়ার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে যাচ্ছে। এছাড়া ঈদেও ঢাকা ছেড়ে বাড়ি না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২০ মে থেকে তথ্য যাচাই করে দেখা যায়, ওইদিন করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ছিল ১ হাজার ৬১৭, মৃত্যু ছিল ১৬ জন। যা গত ১৮ মে’র রেকর্ড ১ হাজার ৬০২ জন অতিক্রম করে। এরপর ২১ মে শনাক্ত এবং মৃত্যুর দুই রেকর্ডই ভেঙেছে। এদিন শনাক্ত ব্যক্তির সংখ্যা ছিল ১ হাজার ৭৭৩ এবং মৃত্যু ছিল ২২ জন।

এর আগে সর্বোচ্চ মৃত্যু ছিল ১৮ মে, যার সংখ্যা ছিল ২১। ২২ মে মৃত্যুর রেকর্ড অতিক্রম করে আবারও, এদিন শনাক্ত ব্যক্তির সংখ্যা ছিল ১ হাজার ৬৯৪ এবং মৃত্যু ছিল ২৪। ২৩ মে আবারও শনাক্তের রেকর্ড অতিক্রম করে, এদিন শনাক্ত ছিল ১ হাজার ৮৭৩ জন এবং মৃত্যু ছিল ২০ জন।

২৪ মে আগের মৃত্যুর রেকর্ড অতিক্রম করে আবারও। এদিন শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৩২ এবং মৃত্যু ছিল ২৮ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এরপর আজ সোমবার (২৫ মে) আবারও শনাক্তের নতুন রেকর্ড হয়। এদিন শনাক্ত ছিল ১ হাজার ৯৭৫ জন এবং মৃত্যু ছিল ২১ জন।

মৃত্যুর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত ৬ দিনে মোট মৃত্যু হয়েছে ১৩১ জনের। এরমধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সীদের মৃত্যুর সংখ্যা বেশি। ৬ দিনে এই বয়সের মানুষ মৃত্যুবরণ করেছেন ৫০ জন। এরমধ্যে রয়েছে গত ২০ মে ৫ জন, ২১ মে ১০ জন, ২২ মে ৫ জন, ২৩ মে ৮ জন, ২৪ মে ১৩ জন এবং ২৫ মে ৯ জন।

ঈদের দিন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, সচেতনতার কোনও বিকল্প নেই। আমরা যেসব স্বাস্থ্য নিয়ম বলি, একজন সচেতন নাগরিক হিসেবে এটা মেনে চলা আমাদের দায়িত্ব। নিজের পরিবারকে এবং দেশকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের সবারই।

বিজনেস আওয়ার/২৫ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দেশে করোনায় টানা ৬ দিন রেকর্ড!

পোস্ট হয়েছে : ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা সাড়ে ৩৫ হাজার ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। স্বাস্থ্য অধিদফতরের বিগত ৬ দিনের তথ্য অনুযায়ী গত ২০ মে থেকে ২৫ মে পর্যন্ত প্রতিদিনই শনাক্ত অথবা মৃত্যুর রেকর্ড হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর করোনা সংক্রমণ ঠেকাতে প্রতিদিনই জনসাধারণকে বাড়ির বাইরে না যাওয়ার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে যাচ্ছে। এছাড়া ঈদেও ঢাকা ছেড়ে বাড়ি না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২০ মে থেকে তথ্য যাচাই করে দেখা যায়, ওইদিন করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ছিল ১ হাজার ৬১৭, মৃত্যু ছিল ১৬ জন। যা গত ১৮ মে’র রেকর্ড ১ হাজার ৬০২ জন অতিক্রম করে। এরপর ২১ মে শনাক্ত এবং মৃত্যুর দুই রেকর্ডই ভেঙেছে। এদিন শনাক্ত ব্যক্তির সংখ্যা ছিল ১ হাজার ৭৭৩ এবং মৃত্যু ছিল ২২ জন।

এর আগে সর্বোচ্চ মৃত্যু ছিল ১৮ মে, যার সংখ্যা ছিল ২১। ২২ মে মৃত্যুর রেকর্ড অতিক্রম করে আবারও, এদিন শনাক্ত ব্যক্তির সংখ্যা ছিল ১ হাজার ৬৯৪ এবং মৃত্যু ছিল ২৪। ২৩ মে আবারও শনাক্তের রেকর্ড অতিক্রম করে, এদিন শনাক্ত ছিল ১ হাজার ৮৭৩ জন এবং মৃত্যু ছিল ২০ জন।

২৪ মে আগের মৃত্যুর রেকর্ড অতিক্রম করে আবারও। এদিন শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৩২ এবং মৃত্যু ছিল ২৮ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এরপর আজ সোমবার (২৫ মে) আবারও শনাক্তের নতুন রেকর্ড হয়। এদিন শনাক্ত ছিল ১ হাজার ৯৭৫ জন এবং মৃত্যু ছিল ২১ জন।

মৃত্যুর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত ৬ দিনে মোট মৃত্যু হয়েছে ১৩১ জনের। এরমধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সীদের মৃত্যুর সংখ্যা বেশি। ৬ দিনে এই বয়সের মানুষ মৃত্যুবরণ করেছেন ৫০ জন। এরমধ্যে রয়েছে গত ২০ মে ৫ জন, ২১ মে ১০ জন, ২২ মে ৫ জন, ২৩ মে ৮ জন, ২৪ মে ১৩ জন এবং ২৫ মে ৯ জন।

ঈদের দিন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, সচেতনতার কোনও বিকল্প নেই। আমরা যেসব স্বাস্থ্য নিয়ম বলি, একজন সচেতন নাগরিক হিসেবে এটা মেনে চলা আমাদের দায়িত্ব। নিজের পরিবারকে এবং দেশকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের সবারই।

বিজনেস আওয়ার/২৫ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: