1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবন্টিত লভ্যাংশ হস্তান্তর করেনি স্ট্যান্ডার্ড সিরামিক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবন্টিত লভ্যাংশ হস্তান্তর করেনি স্ট্যান্ডার্ড সিরামিক

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবন্টিত লভ্যাংশ হস্তান্তর করেনি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

স্টান্ডার্ড সিরামিকে ৯৩ লাখ ৭০ হাজার টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। এরমধ্যে ৮৭ লাখ ৫১ হাজার টাকা বিএসইসির নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে স্থানান্তর করেনি কোম্পানি কর্তৃপক্ষ।

এদিকে ২০১৫ সালের শ্রম আইনের ২৫০ অনুযায়ি প্রভিডেন্ড ফান্ডে স্টান্ডার্ড সিরামিকের অর্থ হস্তান্তর করা দরকার। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ১ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা ওই ফান্ডে হস্তান্তর করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে তারা ওই অর্থের বিপরীতে ৮% হারে সুদ হিসাব করে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া স্ট্যান্ডার্ড সিরামিকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৬ কোটি ৪৬ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদদের মালিকানা ৬৯.৫০ শতাংশ। কোম্পানিটির বুধবার (১১ জানুয়ারি) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ১৩৫.২০ টাকায়।

বিজনেস আওয়ার/১২ জানুয়ারি, ২০২৩/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ