বিজনেস আওয়ার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১১টির বা ৩৩.২৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে গেম্বলিং আইটেম ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০৬.৯০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৭২.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩৪.৭০ টাকা বা ৮.৫৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাই ফুডের ৬.১৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.৮২ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ২.৯১ শতাংশ, ইন্ট্র্যাকো রিফুয়েলিংয়ের ২.৪৭ শতাংশ, জেমিনি সী ফুডের ২.১১ শতাংশ, আমরা টেকনোলজির ১.৭৪ শতাংশ, মুন্নু সিরামিকসের ১.৩৮ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ১.৩০ শতাংশ ও লুব-রেফ বাংলাদেশের ১.০৯ শতাংশ শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/১২ জানুয়ারি, ২০২৩/পিএস