ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চিনিতে রাসায়নিক দ্রব্য মিশিয়ে মধু তৈরি, প্রতারক আটক

  • পোস্ট হয়েছে : ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • 15

বিজনেস আওয়ার প্রতিবেদক: সাতক্ষীরায় চিনি দিয়ে ভেজাল মধু তৈরির অপরাধে কামাল হোসেন নামে এক প্রতারককে এক বছরের জেল এবং ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংগায় অভিযান চালিয়ে কামাল হোসেনকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছে ২০ মণেরও বেশি ভেজাল মধু, দুই বস্তা চিনি ও মধু তৈরির বিভিন্ন রাসায়নিক দ্রব্য পাওয়া যায়। এ সময় কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ জব্দকৃত ভেজাল মধু কেরোসিন ঢেলে জালিয়ে বিনষ্ট করা হয়।

কামাল হোসেন শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি সিংগায় বাসা ভাড়া নিয়ে ভেজাল মধু বানিয়ে ব্যবসা করতেন।

সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সিংগায় অভিযান চালিয়ে কামাল হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের আদালতে হাজির করা হলে আদালত তাকে ২০১৫ সালের খাদ্য আইনের ২৫ ধারায় ৩ লাখ টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

মোখলেছুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল হোসেন স্বীকার করেছেন, অল্প পরিমাণ সরিষার মধুতে চিনি ও অন্যান্য রাসায়নিক দ্রব্য মিশিয়ে তিনি দীর্ঘ দিন ধরে লাভজনক এ ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি এসব ভেজাল মধু সাতক্ষীরা, ঢাকা ও চট্টগ্রামে জননী কুরিয়ার সার্ভিসে পাঠাতেন।

আর সাধারণ মানুষ নিজেদের অজান্তেই খাটি মধু হিসেবে ক্রয় করেন তা। এভাবেই বছরের পর বছর মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন কামাল হোসেন।

বিজনেস আওয়ার/১৪ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চিনিতে রাসায়নিক দ্রব্য মিশিয়ে মধু তৈরি, প্রতারক আটক

পোস্ট হয়েছে : ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: সাতক্ষীরায় চিনি দিয়ে ভেজাল মধু তৈরির অপরাধে কামাল হোসেন নামে এক প্রতারককে এক বছরের জেল এবং ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংগায় অভিযান চালিয়ে কামাল হোসেনকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছে ২০ মণেরও বেশি ভেজাল মধু, দুই বস্তা চিনি ও মধু তৈরির বিভিন্ন রাসায়নিক দ্রব্য পাওয়া যায়। এ সময় কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ জব্দকৃত ভেজাল মধু কেরোসিন ঢেলে জালিয়ে বিনষ্ট করা হয়।

কামাল হোসেন শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি সিংগায় বাসা ভাড়া নিয়ে ভেজাল মধু বানিয়ে ব্যবসা করতেন।

সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সিংগায় অভিযান চালিয়ে কামাল হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের আদালতে হাজির করা হলে আদালত তাকে ২০১৫ সালের খাদ্য আইনের ২৫ ধারায় ৩ লাখ টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

মোখলেছুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল হোসেন স্বীকার করেছেন, অল্প পরিমাণ সরিষার মধুতে চিনি ও অন্যান্য রাসায়নিক দ্রব্য মিশিয়ে তিনি দীর্ঘ দিন ধরে লাভজনক এ ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি এসব ভেজাল মধু সাতক্ষীরা, ঢাকা ও চট্টগ্রামে জননী কুরিয়ার সার্ভিসে পাঠাতেন।

আর সাধারণ মানুষ নিজেদের অজান্তেই খাটি মধু হিসেবে ক্রয় করেন তা। এভাবেই বছরের পর বছর মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন কামাল হোসেন।

বিজনেস আওয়ার/১৪ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: