ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কাল থেকে জামাই সিরিজ এশিয়ান টিভিতে

  • পোস্ট হয়েছে : ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • 44

বিনোদন প্রতিবেদক: আগামীকাল বৃহষ্পতিার রাত ৮ টায় এশিয়ান টিভিতে প্রচারিত হবে জামাই সিরিজ নাটক। সপ্তাহের বৃহষ্পতি থেকে সোমবার পর্যন্ত জামাই সিরিজ চলবে এশিয়ান টেলিভিশনে। ৭ ধরণের চরিত্র নিয়ে ৭টি একক নাটক নির্মিত হয়েছে সৃষ্টি মাল্টি মিডিয়ার ব্যানারে। সবগুলো নাটকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আমিরুল ইসলাম( নয়ন বাবু )আর পরিচালনা করেছেন বর্ণ নাথ। ৭ জন লেখকের গল্পে ৪ জন নায়িকা এসব নাটকে নয়ন বাবুর সাথে অভিনয় করেছেন। নাটকগুলো এশিয়ান টেলিভিশনের পাশাপাশি সৃষ্টি মাল্টি মিডিয়া ইউটিউব চ্যানেলে অন এয়ার হবে।

২৭ আগষ্ট বৃহষ্পতিবার রংবাজ জামাই,৩১ আগষ্ট হবে লাভার জামাই, ১ সেপ্টেম্বর ইংলিশ জামাই, ২ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত জামাই, ৩ সেপ্টেম্বর থার্মোমিটার জামাই, ৭ সেপ্টেম্বর করোনা জামাই আর ৮ সেপ্টেম্বর প্রচার হবে কোটিপতি জামাই। এশিয়ান টিভিতে রাত ৮ টায় এসব নাটক প্রচার হবে ।

এ প্রসঙ্গে তরুণ অভিনেতা নয়ন বাবু বলেন, ভিন্ন ধনের ৭টি গল্পে জামাই সিরিজ নির্মিত হয়েছে। প্রথমবারের মতো আমি এরকম কোন সিরিজের মূখ্য চরিত্রে অভিনয় করলাম। করোনার সময়ে অনেক কষ্টে কাজ গুলো করতে হয়েছে। আশা করি দশর্ক আলাদা ধরনের মজা পাবেন। ৭জন লেখকের গল্পে নাটকগুলো নির্মিত হয়েছে। সবগুলোর নির্দেশনায় ছিলেন বর্ণনাথ। এসব নাটকে নয়ন বাবুর সাথে অভিনয় করেছেন লাক্স সুন্দরী ফারজানা রিক্তা, ,নুসরাত জাহান পাপিয়া ,এমিলা হক,তানিন তানহা

“করোনা জামাই” লিখেছেন তানিয়া আফরোজ মৌমিতা , মমর রুবেলের চিত্রনাট্যে হয়েছে “রংবাজ জামাই” ,ইংলিশ জামাই নাটকের রচয়িতা রনি খান, লাভার জামাই নাটকের রচয়িতা স্বাধীন শাহ , রুহুল আমিন পথিক লিখেছেন অবসর প্রাপ্ত জামাই ও কোটিপতি জামাই নাটকের রচয়িতা বিদ্যুৎ রায় আর থার্মোমিটার জামাই নাটকের নাট্যকার এনডি আকাশ ।

বিজনেস আওয়ার/এন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাল থেকে জামাই সিরিজ এশিয়ান টিভিতে

পোস্ট হয়েছে : ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০

বিনোদন প্রতিবেদক: আগামীকাল বৃহষ্পতিার রাত ৮ টায় এশিয়ান টিভিতে প্রচারিত হবে জামাই সিরিজ নাটক। সপ্তাহের বৃহষ্পতি থেকে সোমবার পর্যন্ত জামাই সিরিজ চলবে এশিয়ান টেলিভিশনে। ৭ ধরণের চরিত্র নিয়ে ৭টি একক নাটক নির্মিত হয়েছে সৃষ্টি মাল্টি মিডিয়ার ব্যানারে। সবগুলো নাটকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আমিরুল ইসলাম( নয়ন বাবু )আর পরিচালনা করেছেন বর্ণ নাথ। ৭ জন লেখকের গল্পে ৪ জন নায়িকা এসব নাটকে নয়ন বাবুর সাথে অভিনয় করেছেন। নাটকগুলো এশিয়ান টেলিভিশনের পাশাপাশি সৃষ্টি মাল্টি মিডিয়া ইউটিউব চ্যানেলে অন এয়ার হবে।

২৭ আগষ্ট বৃহষ্পতিবার রংবাজ জামাই,৩১ আগষ্ট হবে লাভার জামাই, ১ সেপ্টেম্বর ইংলিশ জামাই, ২ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত জামাই, ৩ সেপ্টেম্বর থার্মোমিটার জামাই, ৭ সেপ্টেম্বর করোনা জামাই আর ৮ সেপ্টেম্বর প্রচার হবে কোটিপতি জামাই। এশিয়ান টিভিতে রাত ৮ টায় এসব নাটক প্রচার হবে ।

এ প্রসঙ্গে তরুণ অভিনেতা নয়ন বাবু বলেন, ভিন্ন ধনের ৭টি গল্পে জামাই সিরিজ নির্মিত হয়েছে। প্রথমবারের মতো আমি এরকম কোন সিরিজের মূখ্য চরিত্রে অভিনয় করলাম। করোনার সময়ে অনেক কষ্টে কাজ গুলো করতে হয়েছে। আশা করি দশর্ক আলাদা ধরনের মজা পাবেন। ৭জন লেখকের গল্পে নাটকগুলো নির্মিত হয়েছে। সবগুলোর নির্দেশনায় ছিলেন বর্ণনাথ। এসব নাটকে নয়ন বাবুর সাথে অভিনয় করেছেন লাক্স সুন্দরী ফারজানা রিক্তা, ,নুসরাত জাহান পাপিয়া ,এমিলা হক,তানিন তানহা

“করোনা জামাই” লিখেছেন তানিয়া আফরোজ মৌমিতা , মমর রুবেলের চিত্রনাট্যে হয়েছে “রংবাজ জামাই” ,ইংলিশ জামাই নাটকের রচয়িতা রনি খান, লাভার জামাই নাটকের রচয়িতা স্বাধীন শাহ , রুহুল আমিন পথিক লিখেছেন অবসর প্রাপ্ত জামাই ও কোটিপতি জামাই নাটকের রচয়িতা বিদ্যুৎ রায় আর থার্মোমিটার জামাই নাটকের নাট্যকার এনডি আকাশ ।

বিজনেস আওয়ার/এন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: