বিজনেস আওয়ার ডেস্ক: বাংলাদেশের বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন মারা গেছেন! সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি নিজেই একথা নিশ্চিত করেছেন! বরাবরই ফেসবুকে নিজের অভিমত ব্যক্ত করে থাকেন এই লেখিকা। তবে ফেসবুকে দেওয়া তার সবশেষ দুটি পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ কৌতুহল কাজ করছে।
গত শনিবার দুপুরে নিজের ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে তসলিমা নাসরিন লিখেছেন, ‘গতকাল ঠিক এই সময় মৃত্যু হয়েছে আমার। এখন ফিউনারেল (অন্ত্যেষ্টিক্রিয়া) চলছে।’ এই পোস্টের প্রায় ১৭ ঘণ্টা পর আরেকটি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, ‘আমার মরণোত্তর দেহ হাসপাতালে দান করা হয়েছে।’
যদিও নিজের মৃত্যু নিয়ে লেখা এ ফেসবুক পোস্টের কোনো ব্যাখ্যা দেননি তসলিমা নাসরিন। তার এসব পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। শান্তনু রায় নামে একজন লিখেছেন, ‘আমাদের মতো ছাপোষা মানুষের তো রোজ কত শতবার মৃত্যু হয়- কখনো সাহসের অভাবে, কখনো সাবধানতায়, কখনও আবার সংকোচে, কখনো অজ্ঞানতায়….। তো এই বহুবিধ রোজের মরণ থেকে আপনার মতো মানুষের এক দুবার মরণ তো কোনো ব্যাপারই না। আপনি সামান্য শিকড়ের অংশ থেকে বৃক্ষ হওয়া মানুষ- এক দুটো মরণ কিছুই না…আবার লিখুন…আলো দেখান।’
বাংলাদেশি এক সাংবাদিক মন্তব্য করেছেন, ‘এই অসভ্য দেশে না থাকাই ভালো।’ আরেকজন লিখেছেন, ‘মৃত্যু সুন্দর, যদি উপভোগ করা যায়।’
বিজনেস আওয়ার/১৫ জানুয়ারি, ২০২৩/এএইচএ