ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

তামাক চাষ বন্ধে সর্বোচ্চ চেষ্টা করবে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন

  • পোস্ট হয়েছে : ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক: তামাক চাষ বন্ধে সর্বোচ্চ চেষ্টা করে যাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এক্ষেত্রে কৃষি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করা হবে।

রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশন মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, তামাকের ভয়াবহতা উপলব্ধি করে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার নির্মূল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ঘোষণা বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইনের অধিকতর সংশোধনী পাসে সর্বোচ্চ সহযোগিতা করবে জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

একই সঙ্গে তামাক চাষের বিকল্প হিসেবে কৃষি পণ্য চাষের জন্য তামাক চাষিদের প্রণোদনা দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

তিনি বলেন, বেসরকারি সংস্থাগুলোকে সরকারের তামাক নিয়ন্ত্রণ কাজে তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, তামাকজাত পণ্যের ব্যবসায়ীরা যাতে অবৈধভাবে বৃক্ষনিধন না করতে পারে তা নিশ্চিত করা হবে। ধূমপানের ভয়াবহতা থেকে রক্ষা পেতে পাবলিক প্লেস ও পরিবহন শতভাগ ধূমপানমুক্ত রাখতে সরকারের পাশাপাশি প্রত্যেককে সচেতন হতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য) কাজী জেবুন্নেছা বেগম এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস’র লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বিজনেস আওয়ার/১৫ জানুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তামাক চাষ বন্ধে সর্বোচ্চ চেষ্টা করবে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন

পোস্ট হয়েছে : ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: তামাক চাষ বন্ধে সর্বোচ্চ চেষ্টা করে যাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এক্ষেত্রে কৃষি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করা হবে।

রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশন মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, তামাকের ভয়াবহতা উপলব্ধি করে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার নির্মূল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ঘোষণা বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইনের অধিকতর সংশোধনী পাসে সর্বোচ্চ সহযোগিতা করবে জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

একই সঙ্গে তামাক চাষের বিকল্প হিসেবে কৃষি পণ্য চাষের জন্য তামাক চাষিদের প্রণোদনা দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

তিনি বলেন, বেসরকারি সংস্থাগুলোকে সরকারের তামাক নিয়ন্ত্রণ কাজে তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, তামাকজাত পণ্যের ব্যবসায়ীরা যাতে অবৈধভাবে বৃক্ষনিধন না করতে পারে তা নিশ্চিত করা হবে। ধূমপানের ভয়াবহতা থেকে রক্ষা পেতে পাবলিক প্লেস ও পরিবহন শতভাগ ধূমপানমুক্ত রাখতে সরকারের পাশাপাশি প্রত্যেককে সচেতন হতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য) কাজী জেবুন্নেছা বেগম এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস’র লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বিজনেস আওয়ার/১৫ জানুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: