ঢাকা , রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে তরুণীর আপত্তিকর ছবি প্রচারের দায়ে যুবকের কারাদণ্ড

  • পোস্ট হয়েছে : ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • 16

বিজনেস আওয়ার প্রতিবেদক: নওগাঁর এক তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে প্রচারের দায়ে শাফিউল ইসলাম ওরফে শাফিকে (২৫) কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছে আদালত।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শাফিউল ইসলাম ওরফে শাফি নওগাঁর মহাদেবপুর উপজেলার হাসানপুর গ্রামের বাসিন্দা।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ভুক্তভোগী তরুণী (২১) সম্পর্কে শাফিউলের মামা। তারা একসঙ্গেই পড়াশোনা করতেন। শাফিউল এই তরুণীর নামে নকল একটি ফেসবুক আইডি খুলেছিলেন। সেখানে ওই তরুণীর আপত্তিকর ছবি এবং ভিডিও পোস্ট করা হতো। এছাড়া ম্যাসেঞ্জারের মাধ্যমে তরুণীর আত্মীয়-স্বজনদের কাছেও ছবি ও ভিডিও পাঠানো হতো। ২০২১ সালের ২ জানুয়ারি ওই তরুণী রাজশাহী শহরে তার এক আত্মীয়ের বাসায় ছিলেন। তখন ফেসবুকে তার নামে খোলা নকল আইডি এবং সেখানে পোস্ট করা ছবি ও ভিডিও চোখে পড়ে।

এরপর ভুক্তভোগী তরুণী ২০২১ সালের ২০ মে নগরীর শাহমখদুম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শাফিউলের বিরুদ্ধে মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলারই রায় ঘোষণা করা হলো।

আইনজীবী ইসমত আরা জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শাফিউলকে দুটি ধারায় দেওয়া সাজা একটার পর একটা কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করেছেন আদালত।

দুই ধারার প্রতিটিতে আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/১৬ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফেসবুকে তরুণীর আপত্তিকর ছবি প্রচারের দায়ে যুবকের কারাদণ্ড

পোস্ট হয়েছে : ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: নওগাঁর এক তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে প্রচারের দায়ে শাফিউল ইসলাম ওরফে শাফিকে (২৫) কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছে আদালত।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শাফিউল ইসলাম ওরফে শাফি নওগাঁর মহাদেবপুর উপজেলার হাসানপুর গ্রামের বাসিন্দা।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ভুক্তভোগী তরুণী (২১) সম্পর্কে শাফিউলের মামা। তারা একসঙ্গেই পড়াশোনা করতেন। শাফিউল এই তরুণীর নামে নকল একটি ফেসবুক আইডি খুলেছিলেন। সেখানে ওই তরুণীর আপত্তিকর ছবি এবং ভিডিও পোস্ট করা হতো। এছাড়া ম্যাসেঞ্জারের মাধ্যমে তরুণীর আত্মীয়-স্বজনদের কাছেও ছবি ও ভিডিও পাঠানো হতো। ২০২১ সালের ২ জানুয়ারি ওই তরুণী রাজশাহী শহরে তার এক আত্মীয়ের বাসায় ছিলেন। তখন ফেসবুকে তার নামে খোলা নকল আইডি এবং সেখানে পোস্ট করা ছবি ও ভিডিও চোখে পড়ে।

এরপর ভুক্তভোগী তরুণী ২০২১ সালের ২০ মে নগরীর শাহমখদুম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শাফিউলের বিরুদ্ধে মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলারই রায় ঘোষণা করা হলো।

আইনজীবী ইসমত আরা জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শাফিউলকে দুটি ধারায় দেওয়া সাজা একটার পর একটা কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করেছেন আদালত।

দুই ধারার প্রতিটিতে আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/১৬ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: