ঢাকা , রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গৃহবধূকে হত্যা, দুই পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

  • পোস্ট হয়েছে : ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • 15

বিজনেস আওয়ার প্রতিবেদক: সিরাজগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে দুই পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নূর ইসলাম (৪৩) ও একই গ্রামের হানিফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪২)। সেইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সিরাজগঞ্জ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উল্লাপাড়া উপজেলার ঘাটিনা গ্রামের সাইফুল ইসলামের মেয়ের প্রথম বিয়ে বিচ্ছেদের পর ওই উপজেলার বেতকান্দি গ্রামের বাকপ্রতিবন্ধী শিপনের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। ওই বিয়ের আগে থেকেই নূর ইসলাম ও শফিকুল ইসলাম নামে দুজনের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল। এ অবস্থায় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর মধ্যরাতে নূর ও শফিকুল ওই গৃহবধূকে তার স্বামীর বাড়ি থেকে ঘাটিনা ব্রিজের পশ্চিম পাশে নিয়ে যান।

অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, সেখানে তারা অবৈধ সম্পর্কে মিলিত হতে চাইলে তাদের মধ্যে একজনকে বিয়ে করার জন্য চাপ দেন ওই গৃহবধূ এবং বিয়ে না করলে দুজনের বাড়িতে গিয়ে অশান্তি সৃষ্টির হুমকি দেন। এরই একপর্যায়ে ওই দুজন তাদের অবৈধ সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী ওই রাতেই ঘাটিনা ব্রিজের পশ্চিমে ধইঞ্চা ক্ষেতে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে দুইজন দুদিক থেকে টান দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা করেন। পরে শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করলেন।

বিজনেস আওয়ার/১৭ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গৃহবধূকে হত্যা, দুই পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

পোস্ট হয়েছে : ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: সিরাজগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে দুই পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নূর ইসলাম (৪৩) ও একই গ্রামের হানিফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪২)। সেইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সিরাজগঞ্জ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উল্লাপাড়া উপজেলার ঘাটিনা গ্রামের সাইফুল ইসলামের মেয়ের প্রথম বিয়ে বিচ্ছেদের পর ওই উপজেলার বেতকান্দি গ্রামের বাকপ্রতিবন্ধী শিপনের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। ওই বিয়ের আগে থেকেই নূর ইসলাম ও শফিকুল ইসলাম নামে দুজনের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল। এ অবস্থায় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর মধ্যরাতে নূর ও শফিকুল ওই গৃহবধূকে তার স্বামীর বাড়ি থেকে ঘাটিনা ব্রিজের পশ্চিম পাশে নিয়ে যান।

অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, সেখানে তারা অবৈধ সম্পর্কে মিলিত হতে চাইলে তাদের মধ্যে একজনকে বিয়ে করার জন্য চাপ দেন ওই গৃহবধূ এবং বিয়ে না করলে দুজনের বাড়িতে গিয়ে অশান্তি সৃষ্টির হুমকি দেন। এরই একপর্যায়ে ওই দুজন তাদের অবৈধ সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী ওই রাতেই ঘাটিনা ব্রিজের পশ্চিমে ধইঞ্চা ক্ষেতে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে দুইজন দুদিক থেকে টান দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা করেন। পরে শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করলেন।

বিজনেস আওয়ার/১৭ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: