বিজনেস আওয়ার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৮টির বা ১৮.২৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আইটি কনসালটেন্টস লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস আইটি কনসালটেন্টস লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬.৯০টাকায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৬.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৮০ টাকা বা ২.১৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইটি কনসালটেন্টস লিমিটেডের ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের ১.০ শতাংশ, লিব্রা ইনফিউশনসের ০.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কো (বিডি)র ০.৯৯ শতাংশ, সাভার রিফ্র্যাক্টরিজের ০.৯৮ শতাংশ, জুট স্পিনার্সের ০.৯৮ শতাংশ, রহিম টেক্সটাইল মিলসের ০.৯৭ শতাংশ, এমারল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ০.৯৬ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ০.৯৬ শতাংশ ও আজিজ পাইপসের ০.৯৫ শতাংশ শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/১৭ জানুয়ারি, ২০২৩/এএইচএ