ঢাকা , রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে ‘আরসা’ সন্ত্রাসীদের গোলাগুলি

  • পোস্ট হয়েছে : ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • 16

বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধমনখালী বিওপিতে মিয়ানমারের উগ্রপন্থি সশস্ত্র গ্রুপ আরসার সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার আগে মিয়ানমার সীমান্ত দিয়ে ঢুকে দুই শতাধিক সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা।

স্থানীয় লোকজন জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে সীমান্তে এক নারীসহ তিনজনকে আটক করে বিজিবি সদস্যরা। এর মধ্যে আরসার এক শীর্ষ নেতার স্ত্রীও ছিলেন। তাদের আটকের পরই মিয়ানমার থেকে সীমান্তে অনুপ্রবেশ করে দুই শতাধিক সন্ত্রাসী বিজিবির বিওপি লক্ষ্য করে কয়েক শ রাউন্ড গুলি ছোড়ে। পরে আটকদের নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা মিয়ানমারে ঢুকে পড়েন।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে গুলি শুরু হয়। প্রায় আধাঘণ্টা গুলিবর্ষণ চলে। ঘটনার পর থেকে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অতিরিক্ত বিজিবি সদস্য ঘটনাস্থলে রয়েছেন।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী জানান, সন্ধ্যায় সীমান্তে গুলির খবর শুনে তিনি ঘটনাস্থলে পৌঁছান। এ ব্যাপারে পরে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে। অবশ্যই সীমান্তে বিজিবির কড়া নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বিজনেস আওয়ার/১৮ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে ‘আরসা’ সন্ত্রাসীদের গোলাগুলি

পোস্ট হয়েছে : ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধমনখালী বিওপিতে মিয়ানমারের উগ্রপন্থি সশস্ত্র গ্রুপ আরসার সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার আগে মিয়ানমার সীমান্ত দিয়ে ঢুকে দুই শতাধিক সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা।

স্থানীয় লোকজন জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে সীমান্তে এক নারীসহ তিনজনকে আটক করে বিজিবি সদস্যরা। এর মধ্যে আরসার এক শীর্ষ নেতার স্ত্রীও ছিলেন। তাদের আটকের পরই মিয়ানমার থেকে সীমান্তে অনুপ্রবেশ করে দুই শতাধিক সন্ত্রাসী বিজিবির বিওপি লক্ষ্য করে কয়েক শ রাউন্ড গুলি ছোড়ে। পরে আটকদের নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা মিয়ানমারে ঢুকে পড়েন।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে গুলি শুরু হয়। প্রায় আধাঘণ্টা গুলিবর্ষণ চলে। ঘটনার পর থেকে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অতিরিক্ত বিজিবি সদস্য ঘটনাস্থলে রয়েছেন।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী জানান, সন্ধ্যায় সীমান্তে গুলির খবর শুনে তিনি ঘটনাস্থলে পৌঁছান। এ ব্যাপারে পরে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে। অবশ্যই সীমান্তে বিজিবির কড়া নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বিজনেস আওয়ার/১৮ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: