বিজনেস আওয়ার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৮টির বা ৩৭.৫০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৯.৫০টাকায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯২.০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.৫০ টাকা বা ৭.৫৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপার মিলস লি. ৭.১৪ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালস লি. ৬.৮৪ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লি. ৬.৭৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশন লি. ৬.৫৯ শতাংশ, ইস্টার্ন হাউজিং লি. ৬.৩৬ শতাংশ, মালেক স্পিনিং মিলস লি. ৫.৮৬ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোং লি. ৫.৬৫ শতাংশ, লুব-রেফ (বাংলাদেশ) লি. ৫.৪৭ শতাংশ ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লি. ৫.১৬ শতাংশ শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/১৮ জানুয়ারি, ২০২৩/এএইচএ