1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন ৯ ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন ৯ ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা

  • পোস্ট হয়েছে : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
print sharing button

আন্তর্জাতিক ডেস্ক: বৈধ ব্যবসায়িক সনদ না থাকায় মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে কুয়ালালামপুর সিটি করপোরেশনের (ডিবিকেএল) এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।

স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) কুয়ালালামপুর সিটি করপোরেশনের (ডিবিকেএল) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এ অভিযান চলে রাত ৯টা পর্যন্ত। এ সময় রাজধানী কুয়ালালামপুরের বারজায়া টাইমস স্কয়ার, জালান ইম্বি এবং বুকিত বিনতাংয়ে অভিযান চালিয়ে অন্তত ৯টি বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, এক সপ্তাহ আগে থেকে এসব বাণিজ্যিক এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করার পর শুক্রবার বিকেল থেকে বাংলাদেশি মালিকানাধীন পোশাক, ব্যাগ, মোবাইল ফোন সরঞ্জাম, রেস্টুরেন্টসহ অন্তত ১০টি সাধারণ পণ্য ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালানো হয়। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানই তাদের বৈধ ব্যবসায়িক সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়।

স্থানীয় সরকার আইন ১৯৭৬-এর ১০১ (১) (ভি) অনুযায়ী, তাৎক্ষণিকভাবে ৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এছাড়া ব্যবসা ও শিল্প বাণিজ্য আইন (ডব্লিউপিকেএল) ২০১৬ আইন (৬)-এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ১০টি নোটিশ জারি করা হয়। এর মধ্যে বৈধ ব্যবসায়িক সনদ না থাকায় ৬টি প্রতিষ্ঠানকে নোটিশ, অনুমতি ছাড়া কর্মী নিয়োগের জন্য ৩টি প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার আইন ১৯৭৬-এর শর্ত লঙ্ঘনের জন্য আরও একটি প্রতিষ্ঠানকে নোটিশ দেয়া হয়।

যেসব এলাকায় বিদেশি নাগরিক পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেসব এলাকায় ক্রমাগত পর্যবেক্ষণ এবং তদন্ত চলবে বলেও জানিয়েছে কুয়ালালামপুর সিটি করপোরেশন।

সম্প্রতি মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি স্থানীয় এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘কুয়ালালামপুরসহ বিভিন্ন জায়গায় বিদেশি অভিবাসীরা অবৈধভাবে দোকানপাট খুলে ব্যবসা পরিচালনা করছেন, যা অভিবাসন আইনে অবৈধ। তাদের বিরুদ্ধে অভিযান চলবে।’

বিজনেস আওয়ার/২১ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ