ঢাকা , রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পরী অনেক দুষ্টু, বললেন রাজ

  • পোস্ট হয়েছে : ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • 12

বিনোদন ডেস্ক: তারকা দম্পতি রাজ-পরীর সংসারে কিছুদিন আগে টানাপোড়েন দেখা দিয়েছিল। এখন তারা বেশ সুখেই আছেন। কতটা সুখে আছেন তা তাদের ফেসবুক প্রোফাইল ফলো করলেই প্রমাণ মিলে।

২০২১ সালের আজকের এই দিনে (২২ জানুয়ারি) আনুষ্ঠানিক বিয়ের পিঁড়িতে বসেন রাজ-পরী।

‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও রাজ। এর পরে ১০ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসে পরের বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারিতে। এরপর ঘরোয়া আয়োজনে ওই বছরের ২২ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন রাজ-পরী। সে হিসেবে রোববার তাদের প্রথম বিবাহবার্ষিকী। আর এদিন একে অপরকে শুভেচ্ছা জানাতে ভুলেননি।

রাজ তার ফেসবুকে পরীর অন্তঃসত্ত্বা অবস্থায় সমুদ্র সৈকতে কাটানো তাদের আনন্দঘন মুহূর্তের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী। এই একটি বছর আমরা দুজনেই অনেক সুন্দর করে পার করেছি। কিছু স্মৃতি রয়েছে রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ, অবিস্মরণীয়, চির প্রাণবন্ত এবং হৃদয়গ্রাহী! আমার এই স্মৃতিগুলো শুধু আমার ভিতরেই আছে। এগুলো কোনো জিনিস বা জায়গা নয়, আমি এগুলোকে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারি। তোমার সঙ্গে আমার যেই সুন্দর মুহূর্ত রয়েছে তার সঙ্গেই বেড়ে উঠতে চাই প্রতিদিন। শুভ বিবাহবার্ষিকী মাই লেডি।’

অন্যদিকে বিয়ের একটি ভিডিও শেয়ার করে পরী লিখেছেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। আই লাভ ইউ।’

এর আগে, শনিবার রাজধানীতে একটি পার্লার উদ্বোধনে গিয়ে রাজ বলেন, ‘পরী অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। পরী মণিকে আমি অনেক ভালোবাসি।’

২০২২ সালের ১০ জানুয়ারি হঠাৎ করেই গোপন খবরটি জানান পরী। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা। আর ২০২২ সালের আগস্টের ১০ তারিখ পরী ও রাজের ঘর আলো করে জন্ম নেন পুত্র সন্তান রাজ্য।

বিজনেস আওয়ার/২২জানুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পরী অনেক দুষ্টু, বললেন রাজ

পোস্ট হয়েছে : ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

বিনোদন ডেস্ক: তারকা দম্পতি রাজ-পরীর সংসারে কিছুদিন আগে টানাপোড়েন দেখা দিয়েছিল। এখন তারা বেশ সুখেই আছেন। কতটা সুখে আছেন তা তাদের ফেসবুক প্রোফাইল ফলো করলেই প্রমাণ মিলে।

২০২১ সালের আজকের এই দিনে (২২ জানুয়ারি) আনুষ্ঠানিক বিয়ের পিঁড়িতে বসেন রাজ-পরী।

‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও রাজ। এর পরে ১০ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসে পরের বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারিতে। এরপর ঘরোয়া আয়োজনে ওই বছরের ২২ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন রাজ-পরী। সে হিসেবে রোববার তাদের প্রথম বিবাহবার্ষিকী। আর এদিন একে অপরকে শুভেচ্ছা জানাতে ভুলেননি।

রাজ তার ফেসবুকে পরীর অন্তঃসত্ত্বা অবস্থায় সমুদ্র সৈকতে কাটানো তাদের আনন্দঘন মুহূর্তের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী। এই একটি বছর আমরা দুজনেই অনেক সুন্দর করে পার করেছি। কিছু স্মৃতি রয়েছে রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ, অবিস্মরণীয়, চির প্রাণবন্ত এবং হৃদয়গ্রাহী! আমার এই স্মৃতিগুলো শুধু আমার ভিতরেই আছে। এগুলো কোনো জিনিস বা জায়গা নয়, আমি এগুলোকে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারি। তোমার সঙ্গে আমার যেই সুন্দর মুহূর্ত রয়েছে তার সঙ্গেই বেড়ে উঠতে চাই প্রতিদিন। শুভ বিবাহবার্ষিকী মাই লেডি।’

অন্যদিকে বিয়ের একটি ভিডিও শেয়ার করে পরী লিখেছেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। আই লাভ ইউ।’

এর আগে, শনিবার রাজধানীতে একটি পার্লার উদ্বোধনে গিয়ে রাজ বলেন, ‘পরী অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। পরী মণিকে আমি অনেক ভালোবাসি।’

২০২২ সালের ১০ জানুয়ারি হঠাৎ করেই গোপন খবরটি জানান পরী। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা। আর ২০২২ সালের আগস্টের ১০ তারিখ পরী ও রাজের ঘর আলো করে জন্ম নেন পুত্র সন্তান রাজ্য।

বিজনেস আওয়ার/২২জানুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: