ঢাকা , রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত, স্বামী-মেয়ে আহত

  • পোস্ট হয়েছে : ০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • 23

বিজনেস আওয়ার প্রতিবেদক: মেহেরপুরের গাংনী পৌর শহরের পশ্চিম মালশাদাহ এলাকায় ট্রাকচাপায় শামীমা ইসলাম কণা (৫৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন নিহতের স্বামী ফিরোজ আহমেদ ও তার মেয়ে।

নিহত শামীমা ইসলাম গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তার স্বামী ফিরোজ আহম্মেদ করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয়রা জানান, নিহত শামীমা ইসলাম তার মেয়ে পাপ্পি খাতুনসহ স্বামী ফিরোজ আহমেদের সঙ্গে মোটরসাইকেলযোগে গাংনী শিক্ষা অফিসে প্রশিক্ষণের জন্য আসছিলেন। মালশাদাহ ব্রিজ-সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শামীমা ইসলাম কণা। ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী ট্রাক নিয়ে পালিয়ে যায়।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ ইছাহাক আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম আহত ফিরোজ আহমেদ ও তার মেয়ে পাপ্পি খাতুনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান এবং নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ড্রাম ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিজনেস আওয়ার/২৩ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত, স্বামী-মেয়ে আহত

পোস্ট হয়েছে : ০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: মেহেরপুরের গাংনী পৌর শহরের পশ্চিম মালশাদাহ এলাকায় ট্রাকচাপায় শামীমা ইসলাম কণা (৫৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন নিহতের স্বামী ফিরোজ আহমেদ ও তার মেয়ে।

নিহত শামীমা ইসলাম গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তার স্বামী ফিরোজ আহম্মেদ করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয়রা জানান, নিহত শামীমা ইসলাম তার মেয়ে পাপ্পি খাতুনসহ স্বামী ফিরোজ আহমেদের সঙ্গে মোটরসাইকেলযোগে গাংনী শিক্ষা অফিসে প্রশিক্ষণের জন্য আসছিলেন। মালশাদাহ ব্রিজ-সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শামীমা ইসলাম কণা। ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী ট্রাক নিয়ে পালিয়ে যায়।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ ইছাহাক আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম আহত ফিরোজ আহমেদ ও তার মেয়ে পাপ্পি খাতুনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান এবং নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ড্রাম ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিজনেস আওয়ার/২৩ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: