বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের দিনের মতো বৃহস্পতিবারও (২৭ আগস্ট) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
জানা গেছে, আজ ডিএসইতে ডিএসইএক্স ৪৫.৫৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৩.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৪৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১১.০৪ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ৯.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩০.৬১, ১৬৯০.১০ ও ৯৮৮.৮৮ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯০৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১২৩ কোটি ৪৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৮৩ কোটি ৭০ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৬টির বা ৫৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১১১টির বা ৩১ শতাংশের এবং ৫০টি বা ১৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৬.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৭৩.০২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। আজ সিএসইতে ২৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২৭ আগস্ট, ২০২০/এস