বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের দুইদিনের ন্যায় বুধবারও (২৫ জানুয়ারি) দেশের ঊভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। এছাড়া প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনও বেড়েছে।
জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৯৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.০৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭২ পয়েন্টে এবং ২২২৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে আজ ৭৩৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ৬৮ লাখ টাকার। এ হিসাবে আজ ১২৬ কোটি ৯২ লাখ টাকার বা ২১% লেনদেন বেড়েছে।
ডিএসইতে আজ ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৮টির বা ১০.৯৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১২৯টির বা ৩৭.২৮ শতাংশের এবং ১৭৯টির বা ৫১.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইতে সবচেয়ে বেশি জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৪২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে উঠে আসা আমরা নেটওয়ার্কের ৩৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৯ কোটি ২৩ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৭৬ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বেড়েছে, কমেছে ৬৮টির এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ১২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২৫ জানুয়ারি, ২০২৩/এসএম