বিজনেস আওয়ার প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগামি ৩ বছরের জন্য নতুন পর্ষদ গঠনে ৭জন স্বতন্ত্র পরিচালকের নিয়োগে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত চিঠি সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নতুন পর্ষদ গঠনে ৭জন স্বতন্ত্র পরিচালক নিয়োগে অনুমোদন দিয়েছে কমিশন। যারা আগামি ৩ বছর দায়িত্ব পালন করবেন।
অনুমোদন পাওয়া ৭জন স্বতন্ত্র পরিচালকের মধ্যে বর্তমান চেয়ারম্যান আসিফ ইব্রাহিমও আছেন। এছাড়া আব্দুল হালিম চৌধুরী, কাসিফ রেজা চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, মো. সজিব হোসাইন (এফসিএ), ইস্তার মহল ও মোহাম্মদ নকিব উদ্দিন খান।
বিজনেস আওয়ার/২৫ জানুয়ারি, ২০২৩/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: