1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
অর্থের লোভ নয়, ভালোবাসা থেকেই ক্রিকেট খেলে যাচ্ছেন মাশরাফী
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন

অর্থের লোভ নয়, ভালোবাসা থেকেই ক্রিকেট খেলে যাচ্ছেন মাশরাফী

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
print sharing button

ক্রীড়া ডেস্ক:জাতীয় দল থেকে এখনো অবসর নেননি মাশরাফী বিন মোর্ত্তজা। তবে জাতীয় দলের ধারেকাছেও নেই তিনি। দলে ফেরার আশাও প্রায় শূন্যের কোটায়। মাশরাফীও আর চান না বল হাতে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে। স্রেফ ভালোবাসা থেকেই এখনো ক্রিকেটটা খেলে যাচ্ছেন এই পেসার।
২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন মাশরাফী। তারপর অনেকদিন মাঠের বাইরে থাকার পর এবারের বিপিএল দিয়ে আবারো মাঠে ফিরেছেন তিনি। এবার নবাগত দল সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তিনি।

দলটির নেতৃত্ব তো দিচ্ছেনই, বল হাতে সফলও হচ্ছেন । এর মধ্যে আলোচনায় তার অবসর ইস্যু। কয়েকদিন আগে নির্বাচক আব্দুর রাজ্জাক মাঠ থেকে অবসর প্রসঙ্গে বলেছেন, ‘খারাপ হয় না।’ এ নিয়ে বৃহস্পতিবার জানতে চাওয়া হয় মাশরাফীর কাছে।

দলের সঙ্গে মশরাফী এখন সিলেটে। সেখানেই গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘আপনাদের এখানে এসে বলে গেছি, যখন ক্রিকেট শুরু করি, তখন জাতীয় দলে খেলবো আশা করি। বাসা থেকে বলা হয়েছিল পড়ালেখা করো, আমি ক্রিকেট বেছে নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘তখন এত অর্থ, গাড়ি-বাড়ি কিছুই ছিল না। ক্রিকেট দিয়েই কিন্তু জীবনের সবকিছু হয়েছে। একটা পর্যায়ে ক্রিকেট প্যাশন থেকে পেশা হয়েছে। প্যাশনটা এমন পর্যায়ে গিয়েছে যে একটা পর্যায়ে হয়তো অর্থ না দিলেও ক্রিকেট খেলতাম।’

এখন কেবল আনন্দের জন্য ক্রিকেট খেলেন জানিয়ে মাশরাফী বলেন, ‘এমন কোনো অর্থ আমি ক্রিকেট থেকে এখন পাই না। তো এটা শুধু পেশার ব্যাপার না এখন, এটা প্যাশনের ব্যাপার। ক্লাস সিক্স-সেভেনে থাকতে এই স্পোর্টসটাকে ভালোবেসেছি।’

‘এই খেলার প্রতি আমার যে ভালোবাসা আছে হয়তো আরেকজন ক্রিকেটারেরও তাই আছে। হয়তো তার ক্ষেত্রে গেলেও একই কাজ করবে। তারটা তো আমি বলতে পারবো না, আমারটা বলতে পারবো। আমি ক্রিকেট ভালোবেসেছি, এখনও এজন্য খেলি।’ – তিনি যোগ করেন

বিজনেস আওয়ার /২৬ জানুয়ারি,২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ