1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
‘সে কে? আমি এ ধরনের কথা শুনিনি’ নিপুণের বক্তব্যে বিস্মিত অরুণা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন

‘সে কে? আমি এ ধরনের কথা শুনিনি’ নিপুণের বক্তব্যে বিস্মিত অরুণা

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
print sharing button

বিনোদন ডেস্ক :শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার উত্তাপ যেন ঢাকাই সিনেমায়ও লেগেছে। বাংলাদেশে এ সিনেমার মুক্তি নিয়ে এরই মধ্যে পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন অনেকেই। বলিউডের সিনেমা বাংলাদেশে মুক্তিতে আপত্তি নেই নায়িকা নিপুণের। তবে শিল্পী সমিতিতে দিতে হবে লাভের দশভাগ। নিপুণ এও জানিয়ে দেন এটি শিল্পী সমিতির সিদ্ধান্ত।

নিপুণের এমন সিদ্ধান্তের কথা শুনে পাল্টা প্রশ্ন ছুড়েছেন শিল্পী সমিতির কার্যনিবার্হী পরিষদের সদস্য অরুণা বিশ্বাস। তিনি বলেন, ‘সে কে? আমি এ ধরনের কোনো কথা শুনিনি। আর শিল্পী সমিতি তো শিল্পীসংশ্লিষ্ট কথা বলবেন। এত বড় একটা বিষয়ে কথা বলার জন্য আমাদের মন্ত্রী মহোদয় আছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আছে। অবশ্যই আমরা আমাদের মতামত দেব। এখানে শুধু শিল্পী সমিতি একা সিদ্ধান্ত দেবে কেন? এর সঙ্গে জড়িত পরিচালক-প্রযোজক-ক্যামেরা থেকে শুরু করে সবার স্বার্থ। ফলে সবার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে।’

চলচ্চিত্রের সিনিয়র শিল্পীদের কথা উল্লেখ করে অরুণা বলেন, ‘আমাদের পারভেজ ভাই, আলমগীর ভাই, ববিতা আপা, রোজিনা আপাসহ সিনিয়র যারা আছেন তাদের সঙ্গে পরবর্তি জেনারেশন আমরা যারা আছি। আমাদের সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করছি। কারো একার সিদ্ধান্তে এটা হয় না, হতে পারে না, আর কখনও হয়ওনি। চলচ্চিত্র শিল্পী সমিতি একা কি করতে পারে আমি জানি না।’

সম্প্রতি শিল্পী সমিতির কোনো কেবিনেট মিটিং হয়নি উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের কেবিনেট মিটিং হয়নি। তাছাড়া এখন অনেক কিছুই হচ্ছে। কাঞ্চন ভাইয়ের মতো মানুষ, এত বড় একজন অভিনেতা, আমাদের সবার শ্রদ্ধার পাত্র, তার নিজের একটা জায়গা দিন দিন নষ্ট করে ফেলছে। শিল্পীরাও যে মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছে দিনকে দিন এটা হাস্যকর লাগছে। আমাদের আত্মসম্মানবোধ থাকা প্রয়োজন।’

বিজনেস আওয়ার/২৬ জানুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ