ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে খেলেই জিততে চায় আ.লীগ: তথ্যমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • 57

বিজনেস আওয়ার প্রতিবেদক: আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে খেলেই আওয়ামী লীগ জিততে চায় বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৮ জানুয়ারি) রাজশাহীর আলুপট্টী মোড়ের জেলা মহানগর আওয়ামী লীগের অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেয়া না নেয়া একেকটি দলের সিদ্ধান্ত৷ সব দল নির্বাচনে আসুক। আমরা চাই বিএনপিও পূর্ণশক্তি নিয়ে মাঠে নামুক৷ আওয়ামী লীগ তাদের সঙ্গে খেলেই জিততে চায়৷’

হাছান মাহমুদ বলেন, পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় না, পাকিস্তান ছাড়া। বিএনপি পাকিস্তানকেই অনুকরণ করে। কিন্তু বাংলাদেশে কোনোভাবেই তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।

বিএনপি নেতারা বলেছেন জনসভায় প্রধানমন্ত্রী বেফাঁস কথা বলবেন এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা চাইলে আওয়ামী লীগের জনসভায় আসতে পারে। প্রয়োজনে তাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হবে। তারা হেলিকপ্টার বসে জনসভা দেখবেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে অপপ্রচার করলে দেশের জনগণ বিএনপিকে সমুদ্রে নিক্ষেপ করবে।

মন্ত্রী বলেন, ইভিএম চাইলেও বর্তমান প্রেক্ষাপটে তা কেনা সম্ভব নয়। বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় এতো টাকা দিয়ে ইভিএম কেনা উচিত নয়। এক বিলিয়ন ডলার দিয়ে ইভিএম কেনা এই মন্দার মধ্যে সমীচীন নয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটনসহ রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।

বিজনেস আওয়ার/২৮ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিএনপির সঙ্গে খেলেই জিততে চায় আ.লীগ: তথ্যমন্ত্রী

পোস্ট হয়েছে : ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে খেলেই আওয়ামী লীগ জিততে চায় বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৮ জানুয়ারি) রাজশাহীর আলুপট্টী মোড়ের জেলা মহানগর আওয়ামী লীগের অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেয়া না নেয়া একেকটি দলের সিদ্ধান্ত৷ সব দল নির্বাচনে আসুক। আমরা চাই বিএনপিও পূর্ণশক্তি নিয়ে মাঠে নামুক৷ আওয়ামী লীগ তাদের সঙ্গে খেলেই জিততে চায়৷’

হাছান মাহমুদ বলেন, পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় না, পাকিস্তান ছাড়া। বিএনপি পাকিস্তানকেই অনুকরণ করে। কিন্তু বাংলাদেশে কোনোভাবেই তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।

বিএনপি নেতারা বলেছেন জনসভায় প্রধানমন্ত্রী বেফাঁস কথা বলবেন এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা চাইলে আওয়ামী লীগের জনসভায় আসতে পারে। প্রয়োজনে তাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হবে। তারা হেলিকপ্টার বসে জনসভা দেখবেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে অপপ্রচার করলে দেশের জনগণ বিএনপিকে সমুদ্রে নিক্ষেপ করবে।

মন্ত্রী বলেন, ইভিএম চাইলেও বর্তমান প্রেক্ষাপটে তা কেনা সম্ভব নয়। বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় এতো টাকা দিয়ে ইভিএম কেনা উচিত নয়। এক বিলিয়ন ডলার দিয়ে ইভিএম কেনা এই মন্দার মধ্যে সমীচীন নয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটনসহ রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।

বিজনেস আওয়ার/২৮ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: