1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
স্বর্ণ নর্দমায় ছুড়ে ফেলেও রক্ষা হলোনা চোরাকারবারির
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

স্বর্ণ নর্দমায় ছুড়ে ফেলেও রক্ষা হলোনা চোরাকারবারির

  • পোস্ট হয়েছে : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় পাঁচটি স্বর্ণের টুকরো উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক করা হয়েছে এক চোরাকারবারিকে।

রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারির নাম হৃদয় হোসেন (১৯)। তিনি দর্শনার নাস্তিপুর গ্রামের নওশাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ ও দর্শনা থানা পুলিশের দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় দর্শনা থেকে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করলে পুলিশ দেখে চালক পকেটে থাকা কাগজে মোড়ানো স্বর্ণের বারগুলো পাশের নর্দমায় ফেলে দেয়। পরে তাকে আটক করে ওই নর্দমা থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাগজে মোড়ানো অবস্থায় একটি প্যাকেটের ভেতর থেকে পাঁচটি স্বর্ণের টুকরো বের করা হয়। যার ওজন ২৫ ভরি ২ রতি।

অভিযান শেষে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। চোরাকারবারিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজনেস আওয়ার/২৯ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ