বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬টির বা ৭.৫৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৪০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩২.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৬.২৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আনলিমা ইয়ার্ন ডাইং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৬.০২ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৫.৫৭ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৫.৪৭ শতাংশ, জেমিনি সি ফুডের ৩.৮৪ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৩.৬৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.৩৪ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট এবং স্পার ২.৯৮ শতাংশ, সমরিতা হাসপাতাল ২.৩৭ শতাংশ ও মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের ২.১৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
বিজনেস আওয়ার/২৯ জানুয়ারি, ২০২৩/এএইচএ