বিজনেস আওয়ার ডেস্ক : আগের বছর একই সময়ে মুনাফা হলেও চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে (অক্টোবর- ডিসেম্বর’২২) শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ারের সমন্বিত হিসাবে লোকসান হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির সাবসিডিয়ারিসহ (সমন্বিতভাবে) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৩৮) টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১.১৪ টাকা।
২য় প্রান্তিকের এই লোকসানের কারনে কোম্পানিটির ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) নিট লোকসান হয়েছে। কোম্পানিটির ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা ০.৪৩ টাকা হলেও তা এখন ৬ মাসে শেয়ারপ্রতি (০.৯৫) টাকা লোকসানে নেমে এসেছে। তবে আগের অর্থবছরের একইসময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৩.১৯ টাকা।
ব্যবসায় এই অবনমনের কারন হিসেবে শাহজিবাজার পাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছেন, সাবসিডিয়ারি ও সহযোগি কোপম্পানির মুনাফার পতন। যার পেছনে ডলারের দাম বৃদ্ধি ভূমিকা রেখেছে।
২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.২৫ টাকায়।
বিজনেস আওয়ার/৩০ জানুয়ারি, ২০২৩/পিএস