1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
সাবেক এমপি মাহজাবীনসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:০১ অপরাহ্ন

সাবেক এমপি মাহজাবীনসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • পোস্ট হয়েছে : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রামে বেসিক ব্যাংকের ৩০০ কোটি টাকার ঋণ খেলাপির মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ ও তার স্বামী চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ নিষেধাজ্ঞার আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন- আই জি নেভিগেশন লিমিটেডের ডাইরেক্টর হুমাইরা কবির ও সৈয়দ মোজাফফর রহমান।

বিষয়টি নিশ্চিত করে ওই আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম।

তিনি বলেন, অর্থঋণ আদালতের দুটি মামলায় আসামি মাহজাবীন মোরশেদ ও তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ চারজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারক মুজাহিদুর রহমান। এ চারজন যাতে দেশত্যাগ করতে যাতে না পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের অতিরিক্ত আইজিপিকে (বিশেষ শাখা) নির্দেশও দেওয়া হয়েছে।

গত বছরের ২১ নভেম্বর ব্যাংকের পক্ষে ৪ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছিল। প্রসঙ্গত, আই জি নেভিগেশন লিমিটেডের কাছে বেসিক ব্যাংক ৩০০ কোটি টাকা দাবি করে।

বিজনেস আওয়ার/৩০ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ