বিজনেস আওয়ার প্রতিবেদক : গতসপ্তাহে (২৩-২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যবসায় লোকসানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের। শেয়ার দর ৩১.০২ শতাংশ বেড়ে কোম্পানিটি টপটেন গেইনারের শীর্ষ স্থান দখল করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নগদ লভ্যাংশে অবিশ্বাসী মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় ৪ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল। এরমাধ্যমে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে। এই কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৯) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.২৫ টাকা। এরপরে দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক হিসাব প্রকাশের সময় পার হয়ে গেলেও কোম্পানি কর্তৃপক্ষ তা করেনি।
এরপরেও মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে অস্বাভাবিক হারে। সরকারি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরশেনের (বিসিআইসি) সঙ্গে যৌথভাবে (জয়েন্ট ভেঞ্চার) প্রতিষ্ঠিত মিরাকল ইন্ডাস্ট্রিজের গত সপ্তাহের শুরুতে শেয়ার দর ছিল ১৮.৭০ টাকা। এ শেয়ারটি সপ্তাহ শেষে বেড়ে দাড়িঁয়েছে ২৪.৫০ টাকায়। এক্ষেত্রে দর বেড়েছে ৫.৮০ টাকা বা ৩১ শতাংশ।
এ বিষয়ে কোম্পানি সচিব জাহিদুল ইসলাম বিজনেস আওয়ারকে বলেন, এখন পর্যন্ত দর বাড়ার মতো কোন মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নাই। তবে খুব শীঘ্রই একটি বোর্ড মিটিং হওয়ার সম্ভাবনা আছে। বিসিআইসির সঙ্গে আমাদের যে দুরত্ব তৈরী হয়েছিল, সেটা মোটামুটি সমাধান হয়ে আসছে। তবে কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। এটা শেয়ার দর বৃদ্ধির কোন কারন হতে পারে। বিসিআইসির চেয়ারম্যান আমাদের মিরাকল ইন্ডাস্ট্রিজেরও চেয়ারম্যান। যে কারনে ওই প্রতিষ্ঠানের সঙ্গে মিরাকলের দুরত্ব তৈরী হওয়ায় বোর্ড মিটিং হয়নি। যাতে আর্থিক হিসাব প্রকাশ করা সম্ভব হয়নি। চেয়ারম্যানের সাক্ষর ছাড়া আর্থিক হিসাব প্রকাশ করতে পারি না। এছাড়া দুরত্ব তৈরী হওয়ার কারনে বিসিআইসি সাপোর্ট উঠায় নিয়েছে।
তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে মোটামুটি ব্যবসা হয়েছে। তবে প্রথম প্রান্তিকের শেয়ারপ্রতি ১.২৫ টাকার লোকসান কাটিয়ে মুনাফায় ফেরা নিয়ে সন্দেহ আছে।
গত সপ্তাহে টপটেন গেইনারের অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের ২৯.৪৭ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ২৯.২৩ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২৬.৯৮ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ২২.৫৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ২০.৮০ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৮.৪৬ শতাংশ, নর্দার্ণ জুটের ১৮.১৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১৭.৯৫ শতাংশ ও বিএটিবিসির ১৪.৮৮ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আওয়ার/২৮ আগস্ট, ২০২০/পিএস