স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটিতে যাবেন বলে মনস্থির করেই ফেলেছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। তবে বার্সার সঙ্গে ঝামেলা করে প্রাণের ক্লাব ছাড়তে চান না। সমঝোতা করেই যেতে চান। তাই মেসি বার্সেলোনাকে আলোচনার প্রস্তাব দিয়েছে। যাতে কাতালান ক্লাবটির নীতি-নির্ধারকরা তাকে ছেড়ে দেন।
কিন্তু বার্সেলোনা মেসির সঙ্গে ক্লাব ছাড়ার বিষয়ে আলোচনায় রাজি নয়। তারা মেসির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। মেসির সঙ্গে বার্সেলোনার চু্ক্তি আছে ২০২১ সাল পর্যন্ত। তবে চুক্তিতে ছিল মৌসুম শেষে ফ্রি এজেন্টে ক্লাব ছাড়তে পারবেন তিনি। বার্সার দাবি সেই সময়টা জুনেই শেষ হয়ে গেছে।
মেসির আইনজীবী বলছেন, শর্ত ছিল মৌসুম শেষে ফ্রিতে দল ছাড়ার। করোনার কারণে লিগ দেরিতে শেষ হয়েছে, মেসির ক্লাব ছাড়ার সুযোগ তাই এখনও আছে।
বিষয়টি সুরাহা করতে হলে আইনের সহায়তা নিতে হবে। মামলা যেতে পারে আদালতে। দরকার পড়তে পারে ফিফার হস্তক্ষেপের। তবে মেসি ক্লাবের সঙ্গে যুদ্ধ চান না। সেজন্যই মেসি বার্সা বোর্ডের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন। কিন্তু মেসি রাজি হলেও এখন বার্সা রাজি নয়।
অথচ এর আগে জানা গিয়েছিল, মেসি অনুশীলন কেন্দ্রে গেলেই বোর্ড প্রেসিডেন্ট মারিও বার্তামেউ ও বোর্ড পরিচালক লাপোর্টা মেসির সঙ্গে দেখা করবেন।
বিজনেস আওয়ার/২৯ আগস্ট, ২০২০/এ