বিজনেস আওয়ার প্রতিবেদক : বুধবার (০১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর ২২) আর্থিক হিসাব প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে অর্ধেকের ব্যবসায় পতন হয়েছে। এরমধ্যে ৩৫ শতাংশ কোম্পানি মুনাফা থেকে লোকসানে নেমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন আর্থিক হিসাব প্রকাশ করা ২৬টি কোম্পানির মধ্যে ১২টির বা ৪৬.১৫ শতাংশ কোম্পানির প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে (এরমধ্যে ১টি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরেছে)। এছাড়া ১৩টি বা ৫০ শতাংশ কোম্পানির মুনাফা কমেছে (এরমধ্যে ৯টি মুনাফা থেকে লোকসানে নেমেছে) এবং বাকি ১টি ৩.৮৫ শতাংশ কোম্পানির লোকসান কমেছে।
ওই ২৬টি কোম্পানির মধ্যে ১০টি বা ৩৮.৪৬ শতাংশ কোম্পানির চলতি অর্থবছরের প্রথমার্ধে লোকসান হয়েছে।
নিম্নে কোম্পানিগুলোর প্রথমার্ধের শেয়ারপ্রতি মুনাফা/লোকসানের তথ্য প্রকাশ করা হল-
কোম্পানির নাম | প্রথমার্ধ (২২-২৩) (ইপিএস) | প্রথমার্ধ (২১-২২) (ইপিএস) | ২য় প্রান্তিক (২২-২৩) (ইপিএস) | ২য় প্রান্তিক (২১-২২) (ইপিএস) |
হা-ওয়েল টেক্সটাইল | ৩.০৪ | ১.৭৪ | ১.৪৫ | ০.৭৬ |
মনোস্পুল পেপার | ৩.১৫ | ১.১৪ | ১.৬১ | ০.৮৫ |
লাভেলো | ০.৭৩ | ০.৫৫ | ০.১৭ | ০.১৫ |
ইনফরমেশন সার্ভিসেস | ০.২৭ | ০.২৬ | ০.১৩ | ০.১৪ |
বিকন ফার্মা | ২.৬০ | ২.৫৯ | ১.৬১ | ১.০৭ |
ফরচুন সুজ | ১.১৯ | ১.৯৮ | ০.০৭ | ০.৭৫ |
ফারইস্ট নিটিং | ০.৪৫ | ০.৪৩ | ০.৫২ | ০.২১ |
মুন্নু ফেব্রিক্স | ০.০৬ | ০.০৫ | ০.০৩ | ০.০৪ |
এপেক্স ফুটওয়্যার | ৫.২২ | ৩.৬৮ | ২.৭৯ | ১.৫০ |
বীচ হ্যাচারি | ০.৬০ | ০.০২ | ০.২৯ | ০.৩১ |
সামিট অ্যালায়েন্স | ০.৮৮ | ০.৪৫ | ০.৪২ | ০.২২ |
ফাইন ফুডস | ০.০২ | (০.০৩) | ০.০০ | ০.০৪ |
রেনাটা | ১৮.৫২ | ২৩.৯৪ | ৭.৬৬ | ১১.৮৯ |
ডমিনেজ | ০.২৯ | ০.৩০ | ০.২৬ | ০.১৫ |
পেপার প্রেসেসিং | ১.৭৯ | ২.১২ | ০.৯১ | ১.৩৩ |
ঢাকা ডাইং | ০.০৬ | ০.৭৩ | ০.০৩ | ০.৪২ |
অলটেক্স | (১.৯৫) | ০.১২ | ০.০২ | ১.৩৬ |
ইফাদ অটোজ | (০.৬৫) | ০.৯৩ | ০.১৩ | ০.৫৩ |
এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড | (০.২৩) | ০.৭১ | (০.১৭) | ০.৪৩ |
প্রাইম টেক্সটাইল | (২.২০) | ০.৩০ | (২.১২) | ০.১৬ |
গোল্ডেন সন | (০.৩৯) | ০.৩৪ | (০.১৬) | ০.১৬ |
পিএইচপি ফান্ড ১ | (০.৫৬) | ০.৪০ | (০.৩৪) | ০.২৬ |
এবিবি ফার্স্ট ফান্ড | (০.৫৩) | ০.৪৬ | (০.৩৭) | ০.২৮ |
পপুলার ফার্স্ট ফান্ড | (০.৪৯) | ০.৪৬ | (০.২৮) | ০.২৭ |
ইবিএল এনআরবি | (০.৫৮) | ০.৮৩ | (০.৩৫) | ০.৫৪ |
সেন্ট্রাল ফার্মা | (০.১৪) | (০.১৮) | (০.০৬) | (০.১০) |
বিজনেস আওয়ার/০১ ফেব্রুয়ারি, ২০২৩/আরএ