1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
বাহুবলি-কেজিএফ সিনেমার রেকর্ড ভাঙল পাঠান
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

বাহুবলি-কেজিএফ সিনেমার রেকর্ড ভাঙল পাঠান

  • পোস্ট হয়েছে : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
print sharing button

বিনোদন ডেস্ক :গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। এই জয়রথ এখনো চলমান। প্রথম সপ্তাহে শুধু ভারতে সিনেমাটি ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে; ভেঙে দিয়েছে ভারতের ৯টি সিনেমার (হিন্দি) রেকর্ড।

বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে লিখেন— ভারতে সবচেয়ে দ্রুততম সময়ে ৩০০ কোটির ক্লাবে পা রেখেছে শাহরুখ খানের ‘পাঠান’। এর মধ্য দিয়ে অতীতের বেশ কিছু তুমুল জনপ্রিয় সিনেমার আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি।

চলুন জেনে নিই, ভারতে কত দিনে কোন সিনেমা ৩০০ কোটি রুপি আয় করেছে। পাঠান: ৭ দিন, বাহুবলি টু (হিন্দি): ১০ দিন, কেজিএফ টু (হিন্দি): ১১ দিন, দঙ্গল: ১৩ দিন, সাঞ্জু: ১৬ দিন, টাইগার জিন্দা হ্যায়: ১৬ দিন, পিকে: ১৭ দিন, ওয়ার: ১৯ দিন, বাজরাঙ্গি ভাইজান: ২০ দিন, সুলতান: ৩৫ দিন।

বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ‘পাঠান’ এক সপ্তাহে ভারতে আয় করেছে ৩১৫ কোটি রুপি। যা ‘কেজিএফ চ্যাপ্টার টু’-এর চেয়ে ৬৫ কোটি রুপি বেশি।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

বিজনেস আওয়ার/১ ফেব্রুয়ারি, ২০২৩/ এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ