বিনোদন ডেস্ক: জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো মীরাক্কেল-এর নতুন সিজন থেকে বাদ পড়েছেন এক দশকের বেশি সময় ধরে মীরাক্কেলের বিচারকের আসন থাকা শ্রীলেখা মিত্র। তবে এরই মধ্যে নতুন ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। বিয়ের জন্য পাত্র খুঁজতেও শুরু করেছেন তিনি।
সম্প্রতি নিজের সোশ্যালে অভিনেত্রী জানান, ভাবছি নিজের জন্য সুপাত্র দেখা শুরু করব, ইন্ডাস্ট্রি তো আর কাজ দেবে না। কোনো সুপাত্র আছে নাকি চেনা? সত্যিই কি বিয়ের জন্য পাত্র খুঁজছেন, নাকি মজার ছলেই এই পোস্ট করেছেন তা এখনো স্পষ্ট নয়।
অনেকেই বলতে শুরু করেছেন, মীরাক্কেল এর বিচারক পদ থেকে বাদ পড়েই কি এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী, কেউ কেউ আবার মজার কমেন্টও করেছেন। রসিকতার সুরে তার জবাবও দিয়েছেন অভিনেত্রী। তবে রসিকতা মধ্যেও তিনি ইন্ডাস্ট্রির নোংরামোকে তুলে ধরেছেন।
বিজনেস আওয়ার/২৯ আগস্ট, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: