বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের চলতি অর্থবছরের ৬ মাসের ব্যবসায় (জুলাই-ডিসেম্বর’ ২০২২) লোকসান হয়েছে ৮৩৩ শতাংশ। এই পরিমান লোকসান কারনে হতাশায় রয়েছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।
কোম্পানি সূত্রে জানা যায়, প্রাইম টেক্সটাইল ওই ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ দশমিক ২০ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দশমিক ৩০ টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি লোকসান ২ দশমিক ৫০ টাকা বা ৮৩৩ দশমিক ৩৩ শতাংশ।
কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’ ২০২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ দশমিক ১২ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ইপিএস দশমিক ১৬ টাকা। এ হিসাবে লোকসান ২ দশমিক ২৮ টাকা বা ১ হাজার ৪২৫ শতাংশ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৩৮ টাকায়।
বিজনেস আওয়ার/১ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড