স্পোর্টস ডেস্ক: সোমবার (৩১ আগস্ট) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ওই দিন বিকেল ৩টায় ঢাকায় পৌছানোর কথা রয়েছে সাকিবের। দেশে ফিরে প্রথমে করোনা পরীক্ষা করাবেন তিনি। রিপোর্ট নেগেটিভ এলেই ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে চলে যাবেন।
সাকিবের ঘনিষ্ঠ সূত্র এখর নিশ্চিত করে জানান, যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করে দুবাইয়ে ট্রানজিট নিবেন সাকিব। দেশে পৌঁছাতে বিকেল ৩টা বাজবে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গেল মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব আল হাসান। প্রায় ছয় মাস যুক্তরাষ্ট্রের মেডিসন শহরে অবস্থান শেষে ফিরছেন দেশে।
প্রসঙ্গত, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানানোয় গেল বছরের ২৮ অক্টোবর নিষিদ্ধ হন এই সাকিব। যা শেষ হচ্ছে আগামী ২৯ অক্টোবর। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তার আর কোন বাঁধাই থাকছে না সাকিবের।
বিজনেস আওয়ার/২৯ আগস্ট, ২০২০/এ