1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
পুঁজিবাজারে বিক্রেতার চাপেও উত্থান
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

পুঁজিবাজারে বিক্রেতার চাপেও উত্থান

  • পোস্ট হয়েছে : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
print sharing button

মোহাম্মদ আনিসুজ্জামান : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার (১ ফেব্রুয়ারি) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেন পরিমাণ ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে। ডিএসইর লেনদেন বেড়ে ছয়শ কোটি টাকার কাছাকাছিতে চলে এসেছে। আর সিএসইর লেনদেন কমে ৮ কোটি টাকায় ঘরে এসেছে। এদিনে ক্রেতার পরিমান দুই স্টকেই কমেছে। ফলে শেয়ার বিক্রির চাপ বেড়েছে। ডিএসইতে ৪০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। ১২৬টির কমেছে। সিএসইতে ৩২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। ৫১টির কমেছে।

সূচক প্রসঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলেন, বুধবার ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এদিন বিক্রেতার চাপ বেশি ছিল। একই অবস্থা ছিল সিএসইতে।

আরও বলেন, সরকারের নতুন সময় সূচির প্রথম কার্যদিবস ডিএসইতে গত বছরের ২৪ আগস্ট পতন হয়েছিল। যা আগের টানা ছয় কার্যদিবস উত্থানের পর এই মন্দা। পতন পরের দুই কার্যদিবস (বৃহস্পতিবার ও রবিবার) উত্থানে ছিল পুঁজিবাজার। ওইসময় লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছিলো। পরেরদিন সোমবার লেনদেনে ভাটা পড়ে। সেখান থেকে পরের দুই কার্যদিবস লেনদেন কিছুটা বাড়ে। পরেরদিন লেনদেন আবারো কমে। এরপরের কার্যদিবস লেনদেন বেড়ে ২৩শ কোটি টাকায় ওঠেছিল। পরে জোয়ার-ভাটায় চলে পুঁজিবাজারের লেনদেন। গত ২০ সেপ্টেম্বর লেনদেন বছরের সেরা রেকর্ড করেছিলো। ওইদিন লেনদেন ২৮শ কোটি টাকা এসেছিলো। পরে ফের জোয়ার-ভাটায় পড়ে লেনদেন। এরই ধারায় বুধবার লেনদেন ৬শত কোটি টাকার কাছাকাছিতে চলে আসে।

স্টক এক্সচেঞ্জ সূত্রমতে, বুধবার ডিএসইতে ৫৮০ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৭ দশমিক ১৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রেমে ২ হাজার ২২৩ দশমিক ৯৬ পয়েন্টে ও ১ হাজার ৩৬৯ দশমিক ৯৭ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪০টি এবং কমেছে ১২৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৪টির। এদিন ডিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেনেক্স ইনফোসিস ৮৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিং ৩৪ কোটি ৬৪ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩৩ কোটি ৬৮ লাখ টাকা, আমরা নেটওয়ার্কস ৩২ কোটি ৩৫ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকস ২৭ কোটি ২১ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ২৬ কোটি ৭৩ লাখ টাকা, বসুন্ধরা পেপার ২২ কোটি ৪৫ লাখ টাকা, আইটিসি ১৬ কোটি ৯২ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১৬ কোটি ৫৮ লাখ টাকা এবং সী পার্ল বিচ ১৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে, সিএসইতে বুধবার লেনদেন হয়েছে ৮ কোটি ৪৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ১২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩২টি, কমেছে ৫১টি এবং পরিবর্তন হয়নি ৭৭টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪০ দশমিক শূন্য ৬ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৭২ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১২ দশমিক শূন্য ১ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৬ দশমিক শূন্য ৬ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৯ দশমিক ৯৫ পয়েন্টে, ১৩ হাজার ২৮৯ দশমিক ৪৬ পয়েন্টে, ১১ হাজার ১১৩ দশমিক ৮৪ পয়েন্টে এবং ১ হাজার ১৭৫ দশমিক ৩৩ পয়েন্টে।

এদিন সিএসইতে আমরা নেটওয়ার্কসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন আমরা নেটওয়ার্কস ১৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে আমরা টেকনোলজি ১২ লাখ টাকা, মনোস্পুল পেপার ১ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকস ৭০ হাজার টাকা, বিডি ওয়েল্ডিং ৭০ হাজার টাকা, পাইওনিয়র ইন্স্যুরেন্স ৭০ হাজার, একমি ল্যাব ৬০ হাজার টাকা, জেনেক্স ইনফোসিস ৫০ হাজার টাকা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৩০ হাজার টাকা এবং সেন্টাল ফার্মা ৩০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়।

বিজনেস আওয়ার/১ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ