বিজনেস আওয়ার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৬টির বা ৩৮.১৮ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬২.৪০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫৮.০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৪০ টাকা বা ২.৭১ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সন্ধ্যানি লাইফ ইন্স্যুরেন্সের ২.৬৮ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২.৫১ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ২.২৯ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ২.১১ শতাংশ, বাটা সু’র ২.০০ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৫ শতাংশ, পাইওনিয়র ইন্স্যুরেন্সের ১.৬৬ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১.৪৭ শতাংশ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ১.৩৪ শতাংশ শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/১ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ