1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
দর বৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস

  • পোস্ট হয়েছে : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুববার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪০টির বা ১২ দশমিক ১২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের জেনেক্স ইনফোসিসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০০ দশমিক ৯০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ১০ টাকা বা ৯ দশমিক শূন্য ১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেনেক্স ইনফোসিস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- জেএমআই হসপিটালের ৭ দশমিক ৫৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৭ দশমিক ১৭ শতাংশ, আইটিসির ৫ দশমিক ৪৮ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৫ দশমিক ২০ শতাংশ, আমরা টেকনোলজির ৫ দশমিক শূন্য ৯ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪ দশমিক ৭৮ শতাংশ, এডিএন টেলিকমের ৪ দশমিক ৭৮ শতাংশ, মুন্নু সিরামিকের ৪ দশমিক ৫৩ শতাংশ এবং জেমিনি সীর ৪ দশমিক ২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

বিজনেস আওয়ার/১ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ